ড্যুরোপ্লাই আয়োজিত ৬৮তম মেটসিয়া প্রদর্শনী

এনএফবি,কলকাতাঃ

হোম ইন্টেরিয়র ডিজাইনের অন্যতম নাম ড্যুরোপ্লাই লাইফ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পক্ষ থেকে চলতি বছরের ২২ থেকে ২৫ আগষ্ট নয়া দিল্লির দ্বারকার যশোভূমি (আইআইসিসি)-তে ‘মেটসিয়া’র অনন্য শিল্প প্রদর্শনী অনুষ্ঠিত হতে চলেছে। ভারতের অন্যতম বাণিজ্যিক এই প্রদর্শনীতে আরও উন্নতভাবে সেজে উঠতে চলেছে ‘ড্যুরোপ্লাই’। ৬৮তম এই ‘মেটসিয়া’ প্রদর্শনী সম্পর্কে ড্যুরোপ্লাইয়ের এমডি তথা সিইও অখিলেশ চিটলাঙ্গিয়া বলেন, ‘আমরা ঐতিহ্যবাহী গৃহসজ্জার ৬৮তম এই প্রদর্শনীর আয়োজন করতে পেরে গর্বিত।’ এই প্রদর্শনীর প্যাভিলিয়নের কেন্দ্রে থাকা ড্যুরোপ্লাইউড নির্মিত একটি গাছ সম্পর্কে জানা যায়। অখিলেশ চিটলাঙ্গিয়া জানান, ‘দ্য ট্রি অফ লাইফ’ এই গাছটির শীর্ষস্থানে ‘ড্যুরোপ্লাই’-এর লোগোটি পরিলক্ষিত হবে। চিটলাঙ্গিয়ার মতে, প্রত্যেকটি বাড়ির অভ্যন্তরীণ মাধুর্য্যকে সমৃদ্ধ করার প্রতিশ্রুতি ও মধুর স্মৃতি সুদৃঢ় করার নির্দেশক হিসেবে চিহ্নিত হবে।
উল্লেখ্য, একবিংশ শতাব্দীর সবথেকে গুরুত্বপূর্ণ এবং অন্যতম শিল্প হিসেবে গড়ে উঠেছে গৃহের অভ্যন্তরীণ সজ্জা নির্মাণ শিল্প বা হোম ইন্টেরিয়র্স ডিজাইন। এই শিল্পে ১৯৫৭ সাল থেকে ‘ড্যুরোপ্লাই লাইফ ইন্ডাস্ট্রিজ লিমিটেড’ অনন্য ভূমিকা পালন করে এসেছে এবং এখনও পর্যন্ত পণ্যের গুণমান, সৌন্দর্য এবং টেকসইয়ের দিক থেকে খ্যাতির শীর্ষে রয়েছে। সাধারণভাবে জানা যায় ‘ড্যুরোপ্লাই’-এর আসবাব এবং অন্যান্য পণ্যের স্থায়িত্ব এবং দীর্ঘায়ু অন্যান্য ব্র্যান্ডগুলির তুলনায় যথেষ্ট নির্ভরযোগ্য। একবিংশ শতাব্দীর আধুনিক ধারা বজায় রেখে, আধুনিক মানুষের রুচি সম্পন্ন আসবাব নির্মাণ, সৌখিন স্থপতি নির্মাণ, গৃহের অভ্যন্তরীণ আধুনিক ও নান্দনিক সজ্জা (ইন্টেরিয়র ডিজাইন) এর মানবৃদ্ধি ও নিখুঁত শিল্পকলার জন্য বিভিন্ন বিল্ডার্স ও চ্যানেল পার্টনাররা ‘ড্যুরোপ্লাই প্যাভিলিয়ন’ – কে অধিক গুরুত্ব দিয়েছেন। আধুনিক সভ্যতার রুচির কথা মাথায় রেখে তাই ড্যুরোরোপ্লাই তার ছয়টি শীর্ষ ব্রান্ড, যথা-‘ড্যুরো টাইটেনিয়াম’,‘ড্যুরো ডার্বি’,‘ ড্যুরো বোর্ড’, ‘ড্যুরো পুমাপ্লাই’, ‘ড্যুরো ডোর’ এবং ‘ড্যুরোপ্লাস’- এ নয় গুণঅধিক নিরাপত্তা, স্ট্যান্ডার্ড এবং লাইফটাইম গ্যারান্টির অফার প্রদর্শন করছে।