স্থানীয়

নন্দীগ্রামে ভস্মীভূত ৭ টি দোকান

এনএফবি, পূর্ব মেদিনীপুরঃ

নন্দীগ্রামের সোনাচূড়া বাজার এলাকায় ঘটে গেল বিধ্বংসী অগ্নিকাণ্ড। গভীর রাতে পুড়ে ছাই হয়ে গেলো পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে ৭ টি দোকান।

স্থানীয় সূত্রে খবর, শুক্রবার রাত ১ টা নাগাদ মাছের দোকানে আগুন লাগে। আগুন ধীরে ধীরে বাড়তে থাকলে পাশের আরো ৭ টি মাছের দোকানও ভস্মীভূত হয়ে যায়। পরে স্থানীয় মানুষ ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে।

মদনমোহন মন্ডল, ক্ষতিগ্রস্ত ব্যক্তি

কিন্তু এখনও পর্যন্ত আগুন লাগার সঠিক কারণ জানা যায়নি। তবে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে শর্ট সার্কিটের ফলেই এই আগুন লেগেছে। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে সমগ্র এলাকায়।