স্থানীয়

ময়লা পরিষ্কারে মহকুমা শাসক

এনএফবি, আলিপুরদুয়ারঃ

সাত সকালেই শহরের আবর্জনা পরিষ্কার করাতে ময়দানে নামলেন খোদ মহকুমা শাসক। গত কয়েক দিন পুরভোট নিয়ে ব্যস্ত থাকায় অন্য কাজে তেমন একটা মনোযোগ দিতে পারেননি আলিপুরদুয়ারের সদর মহকুমা শাসক বিপ্লব সরকার। এবার পুরভোট মিটতেই পুরপ্রশাসক হিসেবে কোমর বেঁধে পুরপরিষেবা দিতে ময়দানে নেমে পড়লেন তিনি।

এদিন শহরের বিভিন্ন জায়গায় জমে থাকা ময়লা আবর্জনা পুরকর্মীদের সহযোগিতায় তুলে নিয়ে ফেলা হল ডাম্পিং গ্রাউন্ডে। পাশাপাশি শহরবাসীর কাছে তিনি অনুরোধ করলেন নির্দিষ্ট ডাস্টবিনে যাতে সবাই ময়লা আবর্জনা ফেলেন, না হলে শহরের নিকাশি নালাগুলো আবর্জনায় বন্ধ হয়ে গেলে বর্ষার শুরুতেই শহরে জল জমে অপ্রীতিকর অবস্থার সৃষ্টি হবে।