এনএফবি, পশ্চিম মেদিনীপুরঃ
রাত পোহালেই পশ্চিম মেদিনীপুর জেলার সাতটি পুরসভার নির্বাচন ৷ সেই পুর নির্বাচনের আগের দিন উত্তেজনা ছড়ালো মেদিনীপুর শহরের পালবাড়ি এলাকায় ।
জানা গেছে, এক তৃণমূল সমর্থকের গাড়িতে আগুন লাগানো হল রাতের অন্ধকারে । আর তাকে ঘিরেই সকাল থেকে উত্তেজনার পারদ চড়েছে মেদিনীপুর শহরের ১৮ নম্বর ওয়ার্ড পালবাড়ি এলাকায় । গাড়ির মালিক রাজকুমার পালের অভিযোগ রাতের অন্ধকারে তার গাড়িতে কেউ বা কারা আগুন লাগিয়ে দিয়েছে । তিনি তৃণমূল সমর্থক হওয়ায় বিজেপির বিরুদ্ধে অভিযোগ তার । বিজেপি প্রার্থী মিলন মাইতি অবশ্য এই অভিযোগ অস্বীকার করেন ৷ তার অভিযোগ ভোটের আগে এলাকায় সন্ত্রাস করে বিজেপি কর্মীদের ভয় দেখানোর চেষ্টা করছে তৃণমূল প্রার্থী সৌমেন খান । যদিও তৃণমূলের ওয়ার্ড সভাপতি অভিজিৎ দাস অধিকারীর বক্তব্য কে বা কারা আগুন লাগিয়েছেন তিনি জানেন না তবে তৃণমূল কর্মীর গাড়িতে আগুন লাগানো হয়েছে ৷ ভোটের আগে উত্তেজনা তৈরি চেষ্টা চলছে , শান্ত পালবাড়ি কে অশান্ত করার চেষ্টা চালালেও কোনমতে তা তারা হতে দেবেন না বলেই জানান তিনি ৷
তবে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে কোতওয়ালি থানার পুলিশ ।