অঞ্জন চ্যাটার্জী, এনএফবিঃ
খারাপ খবর ত্রিপুরার বাঙালি অলিম্পিয়ান জিমন্যাস্ট দীপা কর্মকারের জন্য। দীপাকে নির্বাসিত করল আন্তর্জাতিক জিমন্যাস্টিক্স ফেডারেশন। ২০১৬ সালে রিও অলিম্পিকের আর্টিস্টিক জিমন্যাস্টিক্সে চতুর্থ হয়ে অল্পের জন্য পদক হাতছাড়া হয়েছিল। তবে তার ভরওলোন ভল্ট গোটা ভারতের মন কেড়েছে।
রিওতে ভালো করলেও টোকিও অলিম্পিকে যোগ্যতা অর্জন করতে পারেননি দীপা। এবার নির্বাসন। কী কারণে নির্বাসন জানা যায়নি। তবে মনে করা হচ্ছে ডোপ পরীক্ষা দিতে রাজি না হওয়াতেই এই সাসপেনশন। এবারের টোকিও অলিম্পিকে ভারত থেকে আর্টিস্টিক জিমন্যাস্টিক্সে অংশ নিয়েছিলেন প্রণতি নায়েক। তাঁকেও নানা পরামর্শ দিয়ে উৎসাহিত করেছিলেন দীপা।
জিমন্যাস্টিক্স ফেডারেশন অব ইন্ডিয়া চলতি বছর এশিয়ান গেমস ও কমনওয়েলথ গেমসের প্রস্তুতির জন্য যে শিবির শুরু করেছে সেখানে রয়েছেন বিশ্বেশ্বর। তবে দীপা শিবিরে না আসায় তাঁর এশিয়ান গেমস বা কমনওয়েলথ গেমসে নামার পরিস্থিতি নেই। এই দুটি ইভেন্ট ছাড়া বিশ্ব চ্যাম্পিয়নশিপ, এশিয়ান চ্যাম্পিয়নশিপ এবং ২০২৪ সালের প্যারিস অলিম্পিক রয়েছে। তবে দীপা আদৌ জিমন্যাস্টিক্স চালিয়ে যাবেন কিনা সে বিষয়েও নিশ্চিতভাবে কিছুই বলা যাচ্ছে না। জিএফআই কিছু জানায়নি বলে সাসপেনশনের কারণ অজ্ঞাতই রয়েছে। কারণ জানার চেষ্টা চলছে।