এনএফবি, আলিপুরদুয়ারঃ
যুদ্ধকালীন পরিস্থিতির মধ্যে ইউক্রেন থেকে বাড়ি ফিরলো আলিপুরদুয়ার জংশনের লেনিন কলোনির এক পড়ুয়া। তার নাম গৌরব, তার বাবা রেলের উচ্চপদস্থ কর্মচারী।
জানা গেছে , গৌরব ২০২০ সালে ডাক্তারি পড়তে যায় ইউক্রেনে। যুদ্ধকালীন পরিস্থিতির মধ্যে গতকাল রাতে বাড়িতে ফেরেন তিনি ৷
এদিন তার সাথে দেখা করতে আসেন আলিপুরদুয়ারের বিজেপি বিধায়ক সুমন কাঞ্জিলাল। ছেলে ঘরে ফেরায় খুশি তার বাবা-মা। এই পরিস্থিতিতে ছেলে নিরাপদে বাড়ি ফেরায় গৌরবের বাবা ভারত ও পশ্চিমবঙ্গ সরকার এবং জেলা প্রশাসনকে ধন্যবাদ জানিয়েছেন।