অঞ্জন চ্যাটার্জী, এনএফবিঃ
রাসেল দ্য মাসেলের জোরে ১৪.৩ ওভারের মধ্যেই পঞ্জাবকে হারিয়ে আইপিএলের দ্বিতীয় ম্যাচ জিতে নিল কলকাতার নাইটরা। অবশ্যই এই জয়ের আরেক নেপথ্য কারিগড় উমেশ যাদব। ৬ উইকেটে ম্যাচ জিতে নিল কলতাতা নাইট রাইডার্স।
এবারের আইপিএলের আগে রাসেলকে রেখে দেওয়ারই সিদ্ধান্ত নিয়েছিল কলকাতা নাইট রাইডার্স। সেই সিদ্ধান্ত যে এতটুকু ভুল ছিল না, তা এদিনই আন্দ্রে রাসেল বুঝিয়ে দিলেন। তাঁর ব্যাট থেকে রানের ঝড় ওঠার অপেক্ষায় ছিলেন সকলে। রাসেল নিজেও বোধ হয় সেই অপেক্ষাতেই ছিলেন এতদিন। শুক্রবারের ওয়াংখেড়ে দেখল রাসেল শো। আর তাতেই আপ্লুত সকলে। ৩১ বলে ৭০ রানের ঝোরো ইনিংস খেললেন রাসেল। গোটা ম্যাচে একাই মেরেছেন ৮টি ওভার বাউন্ডারি। বল হাতে উমেশ যাদব ও ব্যাটিংয়ে রাসলের তান্ডবে সহজেই পঞ্জাবকে হারিয়ে ম্যাচ জিতে নিল কলকাতা নাইট রাইডার্স। টস জিতে এদিন প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন কেকেআর অধিনায়ক শ্রেয়স আইয়ার। মুম্বইয়ে এবার প্রথম থেকেই দ্বিতীয় ইনিংসে বোলিংয়ের সময় শিশির সমস্যার সম্মুখীন হচ্ছে প্রতিটা দল। শ্রেয়সের মুখেও সেই কথাই শোনা গিয়েছে এদিনও। তাই ঝুঁকি না নিয়ে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। আর সেই পরিকল্পনাতেই একেবারে সফল শ্রেয়স আইয়ার। অবশ্যই তা উমেশ যাদবের সৌজন্যে। ম্যাচের শুরু থেকেই এদিন বিধ্বংসী মেজাজে ছিলেন উমেশ যাদব। শুরুতেই পঞ্জাব অধিনায়ক ময়াঙ্ক আগরওয়ালকে ফিরিয়ে ধাক্কাটা দেন তিনি। যদিও পঞ্জাব বেশ আক্রমণাত্মক মেজজেই ছিল এদিন। রাজাপক্সে শুরুটা করলেও, শিবম মাভা থামিয়ে দেন তাঁকে। এরপরই শিখর ধওয়ানকে সাজঘরের রাস্তাটা দেখিয়ে দেন টিম সাউদি। সেই থেকেই ওয়াংখেড়ের বইশ গজে শুরু উমেশ যাদবের। তিনি একাই এদিন চার উইকেট নিয়ে পঞ্জাবের ব্যাটিং লাইনআপকে শেষ করে দেন। ১৩৭ রানেই শেষ হয়ে যায় পঞ্জাব। এরপরই মাঠে শুরু আন্দ্রে রাসেলের শো। একের পর এক বল মাঠের বাইরে পাঠানো শুরু রাসেলের। তাঁর রানের ঝড়ে এদিন একেবারে দিশেহারা করে দিয়েছিল পঞ্জাব কিংস বোলারদের। মাত্র ২৬ বল খেলেই ৫০ রান করেন রাসেল। তাঁকে আটকানোর ক্ষমতা এদিন পঞ্জাবের কোনো বোলারের কাছেই ছিল না। ৩১ বলে ৭০ রানের ইনিংসে ৮টা ওভার বাউন্ডারি হাকান আন্দ্রে রাসেল। চার মেরেছেন মাত্র ২টো। রাসেলের ব্যাট চললে যে মাঠে শুধুই ছয়ের বন্যা দেখা যায়, তা আরও একবার বুঝে গেল সকলে। সেইসঙ্গে উইকেন্ডের মুম্বইয়ে রাসেল ঝড়টাও দেখে নিলেন নাইট ভক্তরা।