ভারতকে তাঁদের দেশে আসার আমন্ত্রণ প্রোটিয়া ক্রিকেটারদের

elgar

অঞ্জন চ্যাটার্জী, এনএফবিঃ

করোনার নতুন স্ট্রেইন দক্ষিণ আফ্রিকায় বেড়ে যাওয়ায় সেই দেশে ভারতীয় ক্রিকেট দলের সফর নিয়ে তৈরী হয়েছে অনিশ্চিয়তার কালো মেঘ। তবে এবার ভারতীয় খেলোয়াড়দের সেই দেশে খেলতে যেতে অনুরোধ করছেন সেই দেশের টেস্ট অধিনায়ক এলগার। এদিন এলগার জানান, ভাবতে অবাক লাগে যে জৈবদুর্গে প্রায় এক বছর কাটিয়ে ফেললাম আমরা। কিন্তু কোভিডের এই সময়ে প্রত্যেকেই জানেন জৈবদুর্গে থাকার গুরুত্ব কতটা। শারীরিক বা মানসিক ভাবে ঠিক থাকা কঠিন। তবে বোর্ড যে ভাবে সব দিক থেকে আমাদের খেয়াল রাখছে, তাতে আমরা খুশি। ভারত খেলতে এলে কোন অসুবিধা হবে না। আমরা চাই ওরা আসুক আমাদের দেশে।

এদিকে প্রোটিয়াদের ওয়ান-ডে অধিনায়ক বাভুমা বলেছেন, “জৈবদুর্গে থেকে ক্রিকেট খেলা প্রত্যেকের কাছে একটা চ্যালেঞ্জ। সব কিছু বদলে গিয়েছে। হোটেলে কী ভাবে থাকব, কী ভাবে অনুশীলন করব, সব বদলে গিয়েছে। একে অপরকে জড়িয়ে ধরার অধিকারও নেই আমাদের। ভারত এলে আমাদের দেশে কোন অসুবিধা হবে না।