রামিজের পিসিবি চেয়ারম্যানের পদত্যাগ কেবল সময়ের অপেক্ষা

অঞ্জন চ্যাটার্জী, এনএফবিঃ

ইমরান খানের পাকিস্তান প্রধানমন্ত্রীর পদ থেকে সরে যাওয়ার পরে পিসিবি চেয়ারম্যান রামিজ রাজার পদত্যাগ কেবল সময়ের অপেক্ষা। পাকিস্তান সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, ইমরান খান নিজের পদ থেকে ইস্তফা দেওয়ার পর রামিজ রাজাও নাকি পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান পদ ছেড়ে দেওয়ার মনস্থির করেছেন। গত বছর সেপ্টেম্বর মাসে পাকিস্তান ক্রিকেট বোর্ডের দায়িত্ব গ্রহণ করেছিলেন রামিজ রাজা। পাকিস্তান ক্রিকেট মহলে কান পাতলেই শোনা যাচ্ছে, ইমরান খানের সঙ্গে সম্পর্ক ভালো হওয়ার কারণেই রামিজ রাজাকে এই পদ দেওয়া হয়েছিল। সূত্রের খবর, ন্যাশনাল অ্যাসেম্বলিতে ইমরান খানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব পাস হওয়ার পরেই নাকি রামিজ রাজা এই পদ ছাড়ার ব্যাপারে মনস্থির করে ফেলেছেন।অন্যদিকে পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান ICC-র কাছে একটি চতুর্দেশীয় টুর্নামেন্ট আয়োজন করার প্রস্তাব পেশ করেছিলেন। কিন্তু সেই প্রস্তাব খারিজ হয়ে যায়। গত কয়েকমাস যাবৎ এই জল্পনা জাল বুনছিল যে ICC ইভেন্ট ছাড়াও হয়ত ফের ভারত এবং পাকিস্তান ক্রিকেট ম্যাচ দুই দেশের সমর্থকেরা আবারও উপভোগ করতে পারবেন। তবে ভারতীয় ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে ইতিপূর্বেই নিজেদের বার্তা স্পষ্ট করে দিয়েছিল।

আরও পড়ুনঃ পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী শাহবাজ