হেলিকপ্টারে চড়ে তিনবিঘা করিডরে পৌঁছালেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

এনএফবি, কোচবিহারঃ

২১-এর বিধানসভা নির্বাচনের পর বাংলায় আবার পা রাখলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। গতকাল তিনি শিলিগুড়িতে একটি জনসভা করেন। তারপর সেখান থেকে আজ ভারত-বাংলাদেশ সীমান্তের তিনবিঘায় আসলেন অমিত শাহ।

এদিন তিনবিঘা করিডরে বিএসএফ ও পুলিশের কঠোর নিরাপত্তা বজায় রাখা হয়েছে। জানা যায়, এদিন বিএসএফ কর্মকর্তাদের সাথে উচ্চ পর্যায়ে তিনি বৈঠক করবেন এবং আন্তজার্তিক বিষয়ে কিছু আলোচনা হতে পারে। বাংলাদেশের দহগ্রাম-অঙ্গারপোতার সঙ্গে পাটগ্রাম-সহ বাংলাদেশের মূল ভূখণ্ডে যোগাযোগকারী তিনবিঘা করিডরে সকাল থেকে সাধারণ মানুষদের প্রবেশ বন্ধ করে দেওয়া হয়েছে। মেখলিগঞ্জ শহর থেকে তিনবিঘার রাস্তা কার্যত পুলিশি নিরাপত্তায় ঘেরা। বন্ধ রাখা হয়েছে যান চালাচল, তিনবিঘা করিডরের কিছুটা দূরে হেলিপ্যাডএ স্বরাষ্ট্রমন্ত্রী হেলিকপ্টারে করে নামেন।

নিজস্ব চিত্র

এরপর তিনবিঘা করিডরে সোজা সফর করেন এবং সেখানে বিএসএফের সঙ্গে একটি বৈঠক করবেন। জানা যায়, সীমান্তে কি কি সমস্যা রয়েছে, সীমান্তে নিরাপত্তাকে সুরক্ষিত করতে আরও কি কি করা প্রয়োজন ইত্যাদি বিষয় নিয়ে বৈঠক হতে পারে।

নিজস্ব চিত্র