এনএফবি ব্যুরো, নিউজ ডেস্কঃ
প্রয়াত প্রবীণ সাংবাদিক বিনোদ দুয়া। আজ এক সোশ্যাল মিডিয়া পোস্টে প্রয়াত সাংবাদিকের কন্যা কমিক অভিনেত্রী মল্লিকা দুয়া এই খবর জানিয়েছেন। মৃত্যুকালে প্রবীণ এই সাংবাদিকের বয়স হয়েছিল ৬৭ বছর। এই বছরের শুরুতে করোনার দ্বিতীয় ঢেউয়ের সময় আক্রান্ত হন তিনি এবং তাঁর স্ত্রী পদ্মাবতী দুয়া। সেই সময় গুরুগ্রামের হাসপাতালে ভর্তি হন। চলতি বছরের জুন মাসে প্রয়াত হন বিনোদ বাবুর স্ত্রী পদ্মাবতী দেবী। তখন থেকেই অসুস্থতার বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছেন বিনোদ বাবু। গত সপ্তাহে চিকিৎসকদের পরামর্শে দিল্লির অ্যাপেলো হাসপাতালের আইসিইউ ইউনিটে তাঁকে স্থানান্তরিত করা হয়েছিল। আগামী কাল দুপুরে রাজধানীর লোধি শশ্মানে তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে বলে জানিয়েছেন মল্লিকা। সাংবাদিক হিসাবে বিনোদ দুয়া দূরদর্শন এবং এনডিটিভি-তে কাজ করেছেন। অতি সম্প্রতি তিনি ডিজিট্যাল মিডিয়া প্ল্যাটফর্ম দ্যা ওয়ার এবং এইচডাব্লিউ নিউজের শো-তে তাঁর রাজনৈতিক বিশ্লেষণের জন্য জনপ্রিয় ছিলেন। জাতীয় সংবাদ মাধ্যমের বলিষ্ঠ সাংবাদিক প্রতিনিধি হিসাবেই তিনি প্রতিষ্ঠত ছিলেন।তাঁর কন্যা মল্লিকা দুয়া এক মর্মস্পর্শী সোশ্যাল মিডয়ায় পোস্টে লেখেন, “আমাদের শ্রদ্ধেয়, নির্ভীক এবং অসাধারণ পিতা বিনোদ দুয়া প্রয়াত হয়েছেন। দিল্লির উদ্বাস্তু কলোনি থেকে উঠে এসে ৪২ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতার শ্রেষ্ঠত্বের শিখরে পৌঁছেছেন। তিনি সদা সর্বদা ক্ষমতার সামনেও সত্য কথা বলতেন। তিনি এখন আমাদের প্রিয় মা, তাঁর প্রিয় স্ত্রী চিন্নার সাথে স্বর্গে গান গাইবে, রান্না করবে, ঘুরবে, ড্রাইভ করে একে অপরে আগলে রাখবে।”