এনএফবি ব্যুরো, নিউজ ডেস্কঃ
কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক প্রকাশিত তথ্য অনুযায়ী তুলনামূলক বিচারে গতকালের চেয়ে সামান্য কমল দৈনিক সংক্রমণ। গত ২৪ ঘন্টায় দেশে নতুন করে আক্রান্ত হয়েছেন ৮ হাজার ৩০৬ জন। মৃত্যু হয়েছে ২১১ জন রোগীর। গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ৮ হাজার ৮৩৪ জন। বর্তমানে দেশে চিকিৎসাধীন রোগীর সংখ্যা ৯৮ হাজার ৪১৬ জন। সর্বশেষ প্রকাশিত তথ্য অনুযায়ী করোনা থাবায় দেশে মোট ৪ লক্ষ ৭৩ হাজার ৫৩৭ জন রোগীর মৃত্যু হয়েছে এবং মোট টিকাকরণ হয়েছে ১২৭.৯৩ কোটি জনের।
Update on #COVID19
— PIB India (@PIB_India) December 6, 2021
▪️ 8,306 new cases, 8,834 recoveries in the last 24 hours
▪️ Recovery rate is currently at 98.35%
▪️ 64.82 crore total tests conducted so far#IndiaFightsCorona
Read: https://t.co/ojxNSuSjD4 pic.twitter.com/wnN6BrsZKZ