এনএফবি, কলকাতাঃ
কলকাতার চিত্তরঞ্জন ন্যাশানাল ক্যান্সার ইনস্টিটিউটের দ্বিতীয় ক্যাম্পাসের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর দফতর থেকে টুইট করে এই খবর জানানো হয়েছে। ভার্চুয়ালি শুক্রবার এই উদ্বোধন তিনি করবেন বলে টুইটে জানানো হয়েছে।
কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের অধীনস্থ এই ক্যাম্পাসটি ১ হাজার কোটি টাকা ব্যয়ে তৈরি হয়েছে নিউটাউনে। ৭৫০ শয্যা বিশিষ্ট এই হাসপাতালে থাকবে ক্যান্সার চিকিৎসার অত্যাধুনিক ব্যবস্থা। কলকাতায় এই ক্যাম্পাসে কাজ শুরু হলে টাটা মেডিক্যাল এবং চিত্তরঞ্জন হাসপাতালের চাপ অনেকটা কমবে বলেই মনে করেন সংশ্লিষ্ট মহল।
দেশের সর্বত্র স্বাস্থ্য পরিষেবার উন্নতি মোদীর অন্যতম লক্ষ্য। সেই লক্ষ্য মাথায় রেখেই দ্বিতীয় ক্যাম্পাসটি তৈরি করা হয়েছে বলে প্রধানমন্ত্রীর দফতর জানিয়েছে।
PM Narendra Modi to inaugurate the second campus of Chittaranjan National Cancer Institute in Kolkata tomorrow: PMO pic.twitter.com/gFPUpZv9Ig
— ANI (@ANI) January 6, 2022