এনএফবি,দার্জিলিংঃ
জলপাইগুড়ি সফরে বাগডোগরা বিমানবন্দরে এসে পৌঁছান রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। এদিন তিনি বাগডোগরা বিমানবন্দরে নামেন। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, “শিলিগুড়ি মহকুমা পরিষদের নির্বাচনে আমরা ৯০ শতাংশ বুথে প্রার্থী দিয়েছি। সব সিটে দেওয়া যায়নি তার কারণ হচ্ছে রাজ্য সরকার চালাকি করছে, সময় দিচ্ছে না। ওনাদের মাঠ,ওনাদের রেফারি ওনাদের মত খেলছে তাই তাদের অ্যাডভান্টেজ থাকবে। প্রধান বিরোধী দল হিসেবে আমরা লড়াই করব, জনগণ ভোট দিতে যদি পারে।” অপরদিকে জেলা সভাপতির নামে পোস্টার পড়েছিল। সেই প্রসঙ্গে তিনি বলেন, “এই রকম হয়না। পোস্টার পলিটিক্স বিজেপিতে চলে না।”
পাশাপাশি সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জীকেও কটাক্ষ করেন বিজেপি রাজ্য সভাপতি। বলেন,” দিলীপ ঘোষ নন অভিষেক ব্যানার্জী চিকিৎসার জন্য দুবাই যাচ্ছেন। আমরা ভেবেছিলাম স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে পশ্চিমবঙ্গে চিকিৎসা করবেন। পশ্চিমবঙ্গের চিকিৎসা ব্যবস্থা কি অবস্থা তা বোঝাই যাচ্ছে।” এরপর বাগডোগরা বিমানবন্দর থেকে সড়ক পথ দিয়ে সোজা চলে যান জলপাইগুড়ির উদ্দেশ্যে।