কোচিংয়ে আসতে চান রুমেলি, স্বাগত জানালো সিএবি

অঞ্জন চ্যাটার্জী, এনএফবিঃ

ক্রিকেট থেকে অবসর নিয়ে আবেগতাড়িত ভারতের মহিলা দলের প্রাক্তন ক্রিকেটার রুমেলি ধর। এদিন রুমেলি জানান, “আমার ক্রিকেট কেরিয়ারের দুর্দান্ত যাত্রা ছিল। আমি আমার দেশের হয়ে খেলা উপভোগ করেছি দেশের হয়ে খেলতে পেরে আমি গর্বিত। আমি বিসিসিআই এবং আমার রাজ্য অ্যাসোসিয়েশনগুলিকে ধন্যবাদ জানাতে চাই – দ্য ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), দিল্লি ডিস্ট্রিক্ট ক্রিকেট অ্যাসোসিয়েশন (ডিডিসিএ), আসাম ক্রিকেট অ্যাসোসিয়েশন, রাজস্থান ক্রিকেট অ্যাসোসিয়েশন এবং আমার প্রতিষ্ঠান রেলওয়ে ক্রিকেট বোর্ড যা আমাকে একটি প্ল্যাটফর্ম এবং সুযোগ দিয়েছে। বছরের পর বছর ধরে আমি নিজেকে মেলে ধরতে পেরেছি। আমি এখন পরবর্তী প্রজন্মের মহিলা ক্রিকেটারদের তৈরি করার জন্য কাজ করতে চাই।” এছাড়া রুমেলিকে শুভেচ্ছা জানান সিএবি সভাপতি অভিষেক ডালমিয়াও। এদিন তিনি বলেন,”রুমেলি ধর বাংলার শীর্ষস্থানীয় মহিলা ক্রিকেটারদের একজন। ভারতীয় এবং বাংলার ক্রিকেটে তার অবদান অনেক বেশি। আমরা ওকে স্বাগত জানাতে চাই বাংলা ক্রিকেটে। সবসময় ও সিএবি থেকে প্রয়োজনীয় সমস্ত সহায়তা পাবেন।”
বুধবার সোশ্যাল মিডিয়ায় নিজের অবসর নেওয়ার কথা জানিয়ে দেন বাংলার অভিজ্ঞ ক্রিকেটার।
৩৮ বছর বয়সী রুমেলি ভারতের হয়ে ৪টি টেস্ট, ৭৮টি ওয়ান ডে ও ১৮টি আন্তর্জাতিক টি-২০ ম্যাচ খেলেছেন। টেস্টে ২৩৬ রান ও ৮টি উইকেট সংগ্রহ করেছেন তিনি। একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে রুমেলির ঝুলিতে রয়েছে ৯৬১ রান ও ৬৩টি উইকেট। আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে তাঁর সংগ্রহ ১৩১ রান ও ১৩টি উইকেট।
রুমেলি শেষবার জাতীয় দলের হয়ে প্রতিনিধিত্ব করেন ২০১৮ সালে। ব্র্যাবোর্ন স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে কেরিয়ারের শেষ টি-২০ ম্যাচে মাঠে নামেন তিনি। তবে জাতীয় স্তরের ক্রিকেটে সক্রিয় ছিলেন ধর। গতবছর নভেম্বরে বাংলার হয়ে সিনিয়র ওমেন ওয়ান ডে টুর্নামেন্টে শেষ বার মাঠে নামেন রুমেলি।
২০০৫ সালে দিল্লিতে ইংল্যান্ডের মহিলা দলের বিরুদ্ধে ভারতের হয়ে প্রথম টেস্ট খেলেছিলেন রুমেলি। শেষ টেস্ট খেলেন ২০০৬ সালে। একদিনের আন্তর্জাতিকে রুমেলির অভিষেক হয় ২০০৩ সালে, ভারতের মহিলা দলের হয়ে শেষ একদিনের আন্তর্জাতিক খেলেন ২০১২ সালে। ২০০৬ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে টি ২০ আন্তর্জাতিক অভিষেক, ২০১৮ সালে শেষ টি ২০ আন্তর্জাতিক খেলেন। রুমেলির শেষ টেস্ট ইংল্যান্ডের বিরুদ্ধে, একদিনের আন্তর্জাতিক ও টি ২০ আন্তর্জাতিক শেষবার খেলেন অস্ট্রেলিয়ার বিরুদ্ধেই। ৩৪ বছর বয়সে ২০১৮ সালে দক্ষিণ আফ্রিকা সফরের দলে কামব্যাকও করেছিলেন রুমেলি।