অঞ্জন চ্যাটার্জী, এনএফবিঃ
বিরাট কোহলি ও রোহিত শর্মা ইস্যু তে বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়ের কোর্টে বল ঠেলে দিলেন সুনীল গাভাসকার। এদিন এক সাক্ষাৎকারে গাভাসকার বলেন, “বিরাট ও রোহিত ইস্যুতে বোর্ডকে অকারণে টানার দরকার নেই। সৌরভ নিজে বলেছিল বিরাটের সঙ্গে কথা হয়েছে ওর। তাই সৌরভ বিসিসিআই সভাপতি, ওকেই জিজ্ঞাসা করা উচিত কেন দু’জনের কথার মধ্যে অসঙ্গতি রয়েছে। এই মুহূর্তে যাবতীয় প্রশ্নের উত্তর দেওয়ার জন্য ওই সব থেকে ভাল লোক। ক্রিকেট খেলেছে টপ লেভেলে, ভালো ম্যানেজ করতেও পারবে। বিরাট ও রোহিতের দিনের পর দিন এমন খবর আসতে থাকলে সেটা দলের পারফরমেন্সে প্রভাব ফেলবে।”