ফরাক্কায় পেনশনার দিবসে পেনশন চালু রাখতে বিক্ষোভ কর্মসূচি

বিক্ষোভ কর্মসূচি

এনএফবি,মুর্শিদাবাদঃ

ফরাক্কার কেন্দ্রীয় সরকারি পেনশন অ্যাসোসিয়েশনের উদ্যোগে আজ ফরাক্কার জল ট্যাংকির মোড় সংলগ্ন এলাকায় একটি পথসভা ও বিক্ষোভ মিছিল করা হয়। প্রথমে পথসভা ও পরবর্তীতে মিছিল করে ফরাক্কা ব্যারেজ জেনারেল ম্যানেজারের অফিসের সামনে গিয়ে নিজেদের দাবি সংক্রান্ত স্লোগান তুলে ধরা হয় ৷

আজ ১৭ ই ডিসেম্বর পেনশনার দিবস হিসেবে পালন করা হয় আর এই পেনশন বন্ধ করার যে উদ্যোগ মোদী সরকার নিতে চলেছে , তার প্রতিবাদ করতেই আজ এই বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়েছিল ৷ প্রাপ্ত বকেয়া ডিএ প্রদান করার দাবি ও আজকের কর্মসূচিতে জানানো হয় ৷

অপরদিকে ফরাক্কা ব্যারেজের নিজস্ব কিছু দাবিদাওয়া যেমন কোয়ার্টার ও ইলেকট্রিসিটি উপর অত্যধিক ভাড়া নেওয়ার প্রতিবাদে ও বিদ্যুৎ সংযোগ কেটে দেওয়ার পরিকল্পনা করছে ফরাক্কা ব্যারেজ সেই পরিকল্পনাকে বন্ধ রাখার জন্য জেনারেল ম্যানেজারের অফিসের সামনে আজকের বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

নিজস্ব চিত্র