এনএফবি, মুর্শিদাবাদঃ
মাঠে ঘাস কাটতে যাবার নাম করে বাড়ি থেকে বেরিয়ে পুকুরের জলে ডুবে মৃত্যু হল তিন শিশুর। রবিবার বিকেলে ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের ইসলামপুরের গোয়াস এলাকায়। মৃতদের নাম খালিদ হাসান (১৪), অসীম রেজা (৯) এবং রিয়াজ মন্ডল (৭)। তাদের সকলের বাড়ি ইসলামপুরের বালুমাটি মোল্লাপাড়া এলাকায়। গোয়াস এলাকার এক ইটভাটার পাশে পুকুর থেকে তিনজনের মৃতদেহ উদ্ধার হয়।
পরিবার সূত্রে জানাযায়, সকালের দিকে মাঠে ঘাস কাটতে যাবার নাম করে বাড়ি থেকে বের হয় তিনজন। তারপর বাড়ি থেকে খানিক দূরে এক ইট ভাটায় যায় তারা ৷ সেখানে খেলতে খেলতে পুকুরে নামে স্নান করতে। তারপর আর উঠতে পারেনি কেউই। দুপুর গড়িয়ে গেলে বাড়ি না ফেরায় খোঁজাখুজি শুরু করে তিনজনের পরিবারের লোকজন। পরে ইট ভাটার কাছে ঐ পুকুরের ধারে যেতেই তাদের পোশাক পড়ে থাকতে দেখে পুকুর পাড়ে। সন্দেহ হওয়াতেই জলে খুঁজতে নামে স্থানীয় সহ পরিবারের লোকজন। এক এক করে তিনজনের দেহ উদ্ধার হয়। তড়িঘড়ি সেখান থেকে স্থানীয় ইসলামপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তিনজনকেই মৃত বলে ঘোষণা করেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ইসলামপুর থানার পুলিশ। শোকের ছায়া নেমে এসেছে এলাকায়।