এনএফবি, মুর্শিদাবাদঃ
বছরের প্রথম দিনেই রবিবার কলকাতার নিউটাউনে বেপরোয়া গতির গাড়ির ধাক্কায় বলি হতে হয়।দৌলতাবাদ থানার ধনাইপুর এলাকার বাসিন্দা সাকিল আহম্মেদকে। আলিয়া বিশ্ববিদ্যালয়ের ভূগোল বিভাগের স্নাতকোত্তরের ছাত্র। জানা যায় বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস থেকে বেরানোর সময়েই গাড়ির ধাক্কায় এই দুর্ঘটনা ঘটে। বেপরোয়া গতিতে আসা একটি গাড়ির ধাক্কায় রাস্তায় ছিটকে পড়ে সাকিল। রক্তাক্ত হয়ে রাস্তায় পড়ে থাকা অবস্থায় স্থানীয়রা স্থানীয় হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষনা করেন।
দৌলতাবাদের ধনাইপুর বাড়িতে সাকিলের মৃত্যু সংবাদ আসতেই কান্নায় ভেঙে পড়ে বাবা মা পরিবার পরিজনেরা। প্রথম থেকেই পড়াশোনায় অত্যন্ত মেধাবী ছাত্র সাকিল। বাবা আবদুর সামাদ চাষাবাদ করে অভাবের সংসারে অত্যন্ত কষ্টে ছেলেকে পড়াশোনা করিয়েছেন। স্বপ্ন ছিল ছেলে চাকরি করে সংসারের হাল ধরবে। কিন্তু রবিবার ফোনে ছেলের মৃত্যু সংবাদ পেতেই সবকিছু উলোটপালট হয়ে যায় সাকিলের পরিবারের। কান্নায় ভেঙে পড়েন বাবা মা পরিবারের সকলেই। সাকিলকে শেষবারের মত দেখতে অধীর অপেক্ষায় পরিবার প্রতিবেশীরা।
1 thought on “নিউটাউনে গাড়ির ধাক্কায় মৃত দৌলতাবাদের সাকিল, স্বপ্নভঙ্গের বেদনায় স্তব্ধ এলাকা”
Comments are closed.