এনএফবি, পূর্ব মেদিনীপুরঃ
বেতনের দাবিতে বিক্ষোভ। ঘটনাটি ঘটেছে আলমপুর ফিশারিতে।
জানা গেছে, এই ফিশারিতে অস্থায়ী কর্মীরা দীর্ঘদিন ধরে বেতন পাচ্ছেন না।
তাদের দাবি, তারা দীর্ঘদিন ধরে কাজ করলেও হঠাৎ করে তারা বর্তমানে বেতন পাচ্ছেন না। এই বিষয় নিয়ে স্থানীয় প্রশাসন-সহ বিডিওকে অভিযোগ করেও মেলেনি কোনও সমাধান সূত্র। তাই বিক্ষোভের কর্মসূচি। তাদের দাবি শীঘ্রই বকেয়া বেতন পরিশোধ করা হোক। একইসঙ্গে তারা স্থায়ীকরণের দাবিও জানিয়েছে।
এই বিষয় ফোনে মৎস্য মন্ত্রী বিপ্লব রায় চৌধুরীকে যোগাযোগ করা হলে তিনি জানান, বহুদিন থেকেই বেতন পাননি। তবে কি কারণে পাননি তারা নিজেরাও জানেন, আমি ব্যাপারটা দেখছি আগামী দিনে তাদের বকেয়া বেতন মিটিয়ে দেওয়া হবে এই রকম আশ্বাস দিলেন মন্ত্রী।