এনএফবি, স্পোর্টস ডেস্কঃ
একদিকে বর্ডার গাভাসকার সিরিজে ২-০ অবস্থায় হেরে দেওয়ালে পিঠ ঠেকে গেছে অস্ট্রেলিয়ার। তার উপর খারাপ খবর অজিদের ইন্দোরে তৃতীয় টেস্টে খেলবেন না অধিনায়ক প্যাট কামিন্স। তাঁর পরিবর্তে দলকে নেতৃত্ব দেবেন স্টিভ স্মিথ। দিল্লি টেস্টের পরেই দেশ ফিরে গিয়েছিলেন প্যাট কামিন্স। তাঁর মা অসুস্থ। তাই নিয়েছিলেন দেশে ফেরার সিদ্ধান্ত। কিন্তু ইন্দোরে তৃতীয় টেস্টের আগেই তিনি দলের সঙ্গে যোগ দেবেন বলে তখন জানা যায়। কিন্তু এখন জানা যাচ্ছে, পরিবারের কাছে থাকতে চান বলেই তৃতীয় টেস্ট খেলতে পারবেন না কামিন্স।
তিনি বলেছেন, “এই পরিস্থিতিতে বাড়িতে থাকার সিদ্ধান্তই নিলাম। এখন পরিবারের পাশে থাকাটাই গুরুত্বপূর্ণ বলে মনে হল। আমার সিদ্ধান্তকে সমর্থন করার জন্য ক্রিকেট অস্ট্রেলিয়া ও সতীর্থদের ধন্যবাদ।”
এদিকে টেস্ট সিরিজে শেষ হলে ১৭ মার্চ শুরু হবে একদিনের ভারত অস্ট্রেলিয়া সিরিজ। একদিনের সিরিজের জন্য ১৬ জনের দল ঘোষণা করল ক্রিকেট অস্ট্রেলিয়ার নির্বাচকরা। ওয়ান-ডে দলে ফেরানো হয়েছে গ্লেন ম্যাক্সওয়েল এবং মিচেল মার্শকে। দু’জনই চোটের জন্য দলের বাইরে ছিলেন। চোট পেয়ে টেস্ট সিরিজ থেকে ছিটকে গিয়েছেন ডেভিড ওয়ার্নার। তবে তাঁকে একদিনের দলে রাখা হয়েছে। চোট পাওয়া জস হ্যাজেলউড দলে জায়গা পাননি। ঘরোয়া ম্যাচ খেলতে দেশে ফিরে যাওয়া বাঁ-হাতি অফস্পিনার অ্যাস্টন আগারও একদিনের দলে আছেন।
দল ঘোষণার পর অস্ট্রেলিয়া বোর্ডের প্রধান নির্বাচক জর্জ বেইলি বলেন, “বিশ্বকাপের সাত মাস বাকি আছে। ভারতের বিরুদ্ধে সিরিজ তাই গুরুত্বপূর্ণ। ম্যাক্সওয়েল, রিচার্ডসন, মার্শরা বিশ্বকাপ পরিকল্পনার অংশ। হ্যাজেলউডও থাকলে ভাল হতো। তবে ইংল্যান্ড সফরের কথা ভেবে তাঁকে দলের বাইরে রাখা হয়েছে।’
অস্ট্রেলিয়ার একদিনের দল: প্যাট কামিন্স (অধিনায়ক), ডেভিড ওয়ার্নার, ট্রাভিস হেড, মার্নাস লাবুশানে, স্টিভ স্মিথ, গ্লেন ম্যাক্সওয়েল, মিশেল মার্শ, অ্যালেক্স ক্যারি (উইকেটকিপার), জস ইংগলিস, মার্কাস স্টোইনিস, মিচেল স্টার্ক, কাই রিচার্ডসন, অ্যাডাম জাম্পা, ক্যামেরুন গ্রিন, অ্যাস্টন আগার, শেন অ্যাবট।