ইন্দোর পিচ নিয়ে প্রশ্ন আইসিসির

এনএফবি, স্পোর্টস ডেস্কঃ

এবার ইন্দোর পিচ নিয়ে প্রশ্ন তুলে দিল খোদ আইসিসি। ভারত-অস্ট্রেলিয়া তৃতীয় টেস্ট ম্যাচ শেষ হতেই ইন্দোর পিচকে নিম্নমানের বলে দিল আইসিসি। শুক্রবার তৃতীয় দিনের প্রথম সেশনেই শেষ হয়ে গিয়েছে ম্যাচ। ৯ উইকেটে ম্যাচ জিতেছে অস্ট্রেলিয়া। দ্বিতীয় ইনিংসে রবিচন্দ্রন অশ্বিন-রবীন্দ্র জাদেজার বোলিং সামলে ভালোভাবেই ব্যাটিং করেন অস্ট্রেলিয়ার ব্যাটার ট্রেভিস হেড ও মার্নাস লাবুশেন। ভারতের ব্যাটার চেতেশ্বর পূজারাও দ্বিতীয় ইনিংসে অর্ধশতরান করেন। কিন্তু তারপরেও ইন্দোরের পিচকে নিম্নমানের আখ্যা দিলেন আইসিসি ম্যাচ রেফারি ক্রিস ব্রড। তাঁর দাবি, এই পিচ থকে ব্যাটার ও বোলাররা সমান সুবিধা পাননি। ম্যাচ রেফারি বলেছেন, ‘পিচ অত্যন্ত শুকনো ছিল। ব্যাট ও বলের মধ্যে সমতা ছিল না। শুরু থেকেই সুবিধা পান স্পিনাররা। ম্যাচের পঞ্চম বলেই পিচ ভেঙে যায়। তারপর থেকেই পিচ ভাঙতে শুরু করে। সিম মুভমেন্ট প্রায় ছিলই না। সারা ম্যাচেই অত্যধিক বা অসম বাউন্স দেখা যায়।’ ২০১৭ সালে ভারত বনাম অস্ট্রেলিয়া পুনে টেস্টকেও নিম্নমানের বলে আইসিসি। সেই ম্যাচেও অজিদের বিরুদ্ধে হেরে যায় ভারত। এবার ইন্দোর। বিসিসিআই ১৪ দিন সময় পাবে নিজেদের বক্তব্য রাখার জন্য। যদি বোর্ডের কথায় আইসিসি সন্তুষ্ট না হয় তাহলে দু’বছর আন্তর্জাতিক ম্যাচ পাবে না ইন্দোর।

ইন্দোরে ভারতকে উড়িয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে অস্ট্রেলিয়া – NF Bangla Private Limited (newsfrontbangla.com)