এনএফবি, স্পোর্টস ডেস্কঃ
ইন্টার কন্টিনেন্টাল কাপ ফুটবল প্রতিযোগিতার ফাইনাল খেলায় ভারত ২-০ গোলে শক্তিশালী লেবালনকে হারিয়ে খেতাব জিতে নিলো। ফিফা ক্রম তালিকায় ভারত থেকে অনেকটা এগিয়ে লেবালন। গ্রুপ লিগে ভারত কোনও ম্যাচে হার স্বীকার করে নি। লেবাননের সঙ্গে গোলশূন্য ভাবে খেলা শেষ হয়েছিল। অপরাজিত ভাবে ভারত চ্যাম্পিয়ন হলো। গোল করেছেন সুনীল ছেত্রী ও চাংতে। ভারত এদিন বেশ গুছিয়ে খেলেছে।
এদিন মহিলাদের জাতীয় ফুটবল প্রতিযোগিতায় বাংলা লড়াই করেও জয় থেকে বঞ্চিত রয়ে গেলো। বাংলা ২-৩ গোলে হেরে গেলো মণিপুরের কাছে।