এনএফবি, মুর্শিদাবাদঃ
সপ্তাহের প্রথম কাজের দিন সকালেই ভয়াবহ বাস দূর্ঘটনা। এই দূর্ঘটনায় মৃত্যু হয়েছে দুইজনের, জখম প্রায় বাইশ জন বলে খবর।সামশেরগঞ্জের বাসুদেবপুর বাসস্ট্যান্ডের ঘটনা।
জানা গেছে, সাজুর মোড়ের দিক থেকে ডাকবাংলার দিকে যাওয়ার পথে বাসুদেবপুর বাসস্ট্যান্ডে যাত্রী তুলছিলো বেসরকারি বাসটি। তখনই পিছন দিক থেকে আসা একটি মালবাহী লরি ধাক্কা মারে। ঘটনাস্থলেই মৃত্যু হয় দু’জনের। জখমদের উদ্ধার করে জঙ্গিপুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় সামশেরগঞ্জ থানার পুলিশ। দূর্ঘটনার জেরে ব্যাপক যানজটের সৃষ্টি হয় বাসস্ট্যান্ডে। যদিও পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আনে।