এনএফবি, কলকাতাঃ
সপ্তাহের প্রথম কাজের দিন সকালে ঝমঝমিয়ে নামলো বৃষ্টি। তপ্ত দিনের প্রখরতা কাটিয়ে আষাঢ়ের প্রথমেই বৃষ্টিতে ভিজল তিলোত্তমা। সোমবার ভোর থেকেই ব্রজপাত-সহ মুষলধারে বৃষ্টি নামে কলকাতা ও সংলগ্ন শহরতলিতে।
এই বৃষ্টির ফলে গুমোট অস্বস্তিকর গরম থেকে কিছুটা মুক্তি মিললো বলেই মনে করছে সকলে। আবহাওয়া দফতরের পূর্বাভাস ছিলই। গতকাল সারাদিন মেঘলা দিন হলেও বৃষ্টির দেখা মেলেনি।
আনুষ্ঠানিকভাবে মঙ্গলবার দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশ করবে বলেই জানা গেছে। তবে আজ দিনভর কলকাতা-সহ সংলগ্ন এলাকায় ব্রজপাত-সহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।
রবিবার রাত থেকেই হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনার বেশ কিছু অংশে ভারী বৃষ্টিপাত শুরু হয়েছিল। সোমবার সকাল থেকে দুই ২৪ পরগনায় বৃষ্টি আরও বাড়বে। সঙ্গে চলবে বজ্রপাত। মঙ্গলবার এবং বুধবার কলকাতার পাশাপাশি বৃষ্টি বাড়বে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর এবং মুর্শিদাবাদে।