এনএফবি, স্পোর্টস ডেস্কঃ
মীরপুরে নাটকীয়ভাবে টাই হল বাংলাদেশ-ভারত একদিনের সিরিজের নির্ণায়ক ম্যাচ। বাংলাদেশের ২২৫/৪-এর জবাবে ২২৫ রানেই অল আউট হয়ে গেল হরমনপ্রীত কাউর অ্যান্ড কোং।
বাংলাদেশের মহিলা দলের পক্ষে একদিনের ম্যাচে প্রথম সেঞ্চুরি করলেন ফরগনা হক (১০৭)। ফরগনা ও তাঁর ওপেনিং পার্টনার শামিমা সুলতানার (৫২) সৌজন্যেই চ্যালেঞ্জিং পিচে লড়াই করার মতো জায়গায় পৌঁছেছিল বাংলাদেশ। ভারতের পক্ষে স্মৃতি মান্ধানা (৫৯), হরলীন দেওল (৭৭), জেমাইমা রডরিগেজরা (৩৩ অপরাজিত) যথাসাধ্য চেষ্টা করলেও মাত্র ন’রানের মধ্যে শেষ চার উইকেট হারিয়ে জেতা সিরিজ ড্র করলেন হরমনপ্রীতরা।
যদিও আউট নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন শেষ ব্যাটার মেঘনা সিং। যা নিয়ে বিতর্ক দেখা দিয়েছে।