এনএফবি, বিনোদন ডেস্কঃ
মানসী সিনহা পরিচালিত, শুভন্কর মিত্র ও সুভাষ বেরা – ধাগা প্রোডাকশন প্রোযোজিত, এই গল্প শুধু দুটি মানুষের না। আরো অনেকের গল্প। যারা এখনো সম্পর্কে বিশ্বাস রাখে, তেমন অনেক মানুষের গল্প।এই কাহিনীতে, দুটি সম্পূর্ন ভিন্ন সম্প্রদায়, পরিস্থিতি ও পরিবেশের পরিবারের। আসলে সম্পর্ক গড়ে ওঠে শুধু দুটি মানুষের মধ্যে নয়, দুটি পরিবারের মধ্যে। পরিবার যদি আপন করে না নিতে পারে, হাজার যোজন ভালোবাসাও কি সেটি পারে শেষ পর্যন্ত? কাহিনীর প্রেক্ষাপটে এমনই এক প্রশ্নের মুখোমুখি হয়েছিলেন শ্রীতমা দেবী ও মিস্টার শর্মা। যখন চায়ের দোকানে বসে দুজনে হাতে হাত রেখে ভেবেছিলেন হাজার বাধা হাজার ঝড়ের সামনাসামনি হওয়ার জন্যে মানসিক প্রস্তুতি নিতে হবে এবার, তখনই আচমকা পাশে এসে দাঁড়িয়েছিলো এক ঝাঁক তরুণ তুর্কী। এই জীর্ণ অবিশ্বাসী বিষে বিষে নীল হয়ে যাওয়া সময়ে দাঁড়িয়েও, যারা এখনও বিশ্বাস রাখে যৌথ খামারে, যারা এখনও বিশ্বাস রাখে সব কিছু মরে যায়নি, সেই বিশ্বাস আসতে আসতে চলে গেলো, কেমন করে দুটি পরিবারের মধ্যে, সেই গল্পটা আপাতত তোলা থাক… দেখা হোক থিয়েটারে- ভালোবাসার গল্প দেখতে । যা আসলে শুধু আমাদের না, আপনাদেরও গল্প।
প্রযোজক: শুভন্কর মিত্র ও সুভাষ বেরা – ধাগা প্রোডাকশন
পরিচালক: মানসী সিনহা
অভিনয়ে
শাশ্বত চট্টোপাধ্যায়
অপরাজিতা আঢ্য
খরাজ মুখোপাধ্যায়
কোনীনিকা ব্যানার্জি
তারীণ জাহান
সোহাগ সেন
আর্য্য দাশগুপ্ত
পূজা কর্মকার
তপতী মুন্শী
জুঁই সরকার
যুধাজিত ব্যানার্জি
সিনেমাটোগ্রাফার : অম্লান সাহা
এডিটর: অনির্বাণ মাইতি
প্রোডাকশন ডিজাইন: অমিত চ্যাটার্জি
নেপথ্য সঙ্গীত : প্রাঞ্জল দাস
কণ্ঠশিল্পী
লগ্নজিতা চক্রবর্তী
শ্রীকান্ত আচার্য
খরাজ মুখোপাধ্যায়
জয়তী চক্রবর্তী
আলাপ বোস
মেঘা বিশ্বাস
কাজল চ্যাটার্জি
মানস্বিতা ঠাকুর
শৌনক সরকার
গণমাধ্যম প্রচার ও মার্কেটিং: রানা বসু ঠাকুর – JLT