ছয় সপ্তাহ পিছিয়ে গেল আই লিগ

অঞ্জন চ্যাটার্জী, এনএফবিঃ

করোনা বাড়তে থাকার জন্য কলকাতায় হতে থাকা আই লিগ আরও ছয় সপ্তাহ পিছিয়ে গেল। আগেই এক সপ্তাহ পিছিয়ে যায় লিগ। কারণ, বেশ কিছু দলের বহু ফুটবলার করোনা সংক্রমণের মুখে পড়েন। এদিন জরুরি বৈঠকে ফেডারেশনের স্পোর্টস মেডিক্যাল কমিটির সদস্য ডাঃ হর্ষ মহাজন জানিয়ে দেন, দেশে বাড়তে থাকা কোভিড সংক্রমণ এবং পশ্চিমবঙ্গ সরকারে বিধিনিষেধের কারণে ফুটবলারদের স্বাস্থ্য নিয়ে ঝুঁকি নেওয়া ঠিক হবেনা। তখনই তিনি ৬ সপ্তাহের জন্য লিগ পিছিয়ে দেওয়ার কথা বলেন। বাকি ক্লাব কর্তারাও তাতে রাজি হয়ে যান।

জানা গিয়েছে, পরিস্থিতি খতিয়ে দেখতে ৪ সপ্তাহ পর ফের বৈঠক করা হবে। যে সব ফুটবলাররা কলকাতার হোটেলে জৈবদুর্গে রয়েছে তারা ৭ জানুয়ারি পর্যন্ত সেখানেই থাকবেন। ৫ জানুয়ারি করোনা পরীক্ষা হবে তাদের।