অঞ্জন চ্যাটার্জী, এনএফবিঃ
দেশ জুড়ে বাড়ছে করোনা ভাইরাসের দাপট। সেই কারণে আপাতত ঘরোয়া ক্রিকেটের রঞ্জি ট্রফি, কর্নেল সিকে নাইডু ট্রফি ও মহিলাদের টি ২০ লিগ স্থগিত রাখল বিসিসিআই। ১৩ জানুয়ারি থেকে রঞ্জি ট্রফি শুরু হওয়ার কথা ছিল। গতকালই বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় এক সংবাদসংস্থাকে জানিয়েছিলেন, জৈব সুরক্ষা বলয়ে নির্ধারিত সূচি মেনেই রঞ্জি হবে। কিন্তু ২৪ ঘণ্টার মধ্যেই সেই সিদ্ধান্ত থেকে পিছু হঠল বোর্ড। কারণ বাংলা সহ বিভিন্ন দলের ক্রিকেটাররা করোনায় আক্রান্ত। পরবর্তী পরিস্থিতি দেখে বোর্ড সিদ্ধান্ত নেবে। গত দুই বছর ধরে করোনার থাবায় বন্ধ রয়েছে রঞ্জি ট্রফির মত টুর্নামেন্ট।