অঞ্জন চ্যাটার্জী, এনএফবিঃ
তৈরী হল না ইতিহাস। ফের দক্ষিণ আফ্রিকার মাঠে টেস্ট সিরিজ হাতছাড়া টিম ইন্ডিয়ার তথা টিম বিরাটের। ক্যাপ্টেন রাহুল দ্রাবিড়ের মত কোচ দ্রাবিড়েরও স্বপ্ন সত্যি হল না। ২০১৮ সালের পর এবারও ১-২ ব্যবধানে দক্ষিণ আফ্রিকায় টেস্ট সিরিজে পরাজিত বিরাট কোহলির দল। সেঞ্চুরিয়নে হেরে গিয়েও জোহানেসবার্গ ও কেপ টাউনে বিশ্বের ১ নম্বর টেস্ট দলকে চার দিনেই হারাল ডিন এলগারের দক্ষিণ আফ্রিকা। এই টেস্ট সিরিজ জয়ের সুবাদে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় ভারতকে পাঁচে নামিয়ে চারে উঠে এল দক্ষিণ আফ্রিকা। টস জিতে ব্যাট করতে নেমে প্রথম দিনে চা বিরতির পরই ভারতের প্রথম ইনিংস ২২৩ রানে শেষ হয়ে যায়। দিনের শেষে দক্ষিণ আফ্রিকার স্কোর ছিল ১ উইকেটে ১৭। টেস্টের দ্বিতীয় দিন চা বিরতির পর দক্ষিণ আফ্রিকার প্রথম ইনিংস গুটিয়ে যায় ২১০ রানে। দিনের শেষে ভারত দুই ওপেনারের উইকেট হারিয়ে তোলে ২ উইকেটে ৫৭। টেস্টের তৃতীয় দিন ভারতের দ্বিতীয় ইনিংস চা বিরতির আগে শেষ হয় ১৯৮ রানে। ফলে দক্ষিণ আফ্রিকার জয়ের জন্য প্রয়োজন ছিল ২১২ রান। তৃতীয় দিনের শেষে প্রোটিয়াদের রান দাঁড়ায় ২ উইকেটে ১০১। এদিন মাঠেই ডিন এলগারের বিরুদ্ধে লেগ বিফোরের আবেদনের প্রেক্ষিতে ডিআরএসের সিদ্ধান্ত নিয়ে প্রবল অসন্তোষ প্রকাশ করেন বিরাট কোহলিরা। চতুর্থ দিনের মধ্যাহ্নভোজের বিরতির পরই ৭ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় দক্ষিণ আফ্রিকা।