অঞ্জন চ্যাটার্জি, এনএফবিঃ
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-২০ বিশ্বকাপে শাহিন আফ্রিদির বলে ম্যাথু ওয়েডের ক্যাচ মিস করে ভিলেন হয়ে গিয়েছেন পাকিস্তানি বোলার হাসান আলি। আর এবার হাসান নিজে সেই বিষয়ের জন্য ক্ষমা চেয়ে বসলেন। হাসান জানান, “আমি খুব ভালো করে জানি আমাদের দেশের সবাই কতটা হতাশ। আর সেটা যে আমার পারফরম্যান্সের জন্য, তা নিয়ে কোনও সন্দেহ নেই। আপনাদের প্রত্যাশা আমি পূরণ করতে পারিনি। এই ব্যর্থতার জন্য আমার থেকে বেশি হতাশা আর কারও নেই। শুধু একটাই কথা বলব, আমার উপর বরাবর যে প্রত্যাশা রাখা হয়েছে, তাই যেন থাকে। ভবিষ্যতে ভালো করার চেষ্টা করব।“