এনএফবি, কলকাতাঃ
করোনা বাড়বড়ন্তের কারনে পিছিয়ে যাওয়া ঘোষিত চার পুরনিগমের ভোটের ফল প্রকাশের দিন ঘোষণা করল পশ্চিমবঙ্গ রাজ্য নির্বাচন কমিশন।
পূর্ব ঘোষিত নির্ঘন্ট অনুযায়ী গত ২২ জানুয়ারি বিধাননগর, আসানসোল, চন্দননগর এবং শিলিগুড়ি পুর নিগমের ভোট হওয়ার কথা ছিল। কিন্তু কোভিড পরিস্থিতি ভোট পিছানোর আর্জি জানিয়ে কলকাতা হাইকোর্টে জনসবার্থে মামলা দায়ের হয়। তারই পরিপ্রেক্ষিতে ভোট পিছিয়ে দেওয়া যায় কিনা, সে বিষয়ে রাজ্য নির্বাচন কমিশনকে সিদ্ধান্ত নেওয়ার পরামর্শ দেয় আদালত। আদালতের পরামর্শক্রমে ভোট পিছিয়ে দেয় কমিশন। ২২ জানুয়ারির পরিবর্তে ১২ ফেব্রুয়ারি ভোটের দানের দিন ঘোষণা করা হয়। তবে ওই চার পুর নিগমের ভোটের ফল ঘোষণার দিন নিয়ে ধোঁয়াশা তৈরি হয়। কমিশনের পক্ষ থেকেও কবে ফল ঘোষণা হবে তা সরকারি ভাবে বিজ্ঞপ্তি জারি করে ঘোষণা করা হয় নি।
সংশয়ের অবসান ঘটিয়ে শুক্রবার কমিশনের পক্ষ থেকে বিজ্ঞপ্তি জারি করে জানানো হল ১৪ ফেব্রুয়ারি ফল প্রকাশ হবে।