হিমঘরে আলু রাখতে গিয়ে ষাঁড়ের গুঁতোয় মৃত এক কৃষক

এনএফবি, পশ্চিম মেদিনীপুরঃ

পশ্চিম মেদিনীপুর জেলার আনন্দপুর থানার নিউ দণ্ডপাট কোল্ড স্টোরেজে আলু রাখতে গিয়ে হিমঘরে থাকা ষাঁড়ের গুঁতোতে মৃত্যু হল এক কৃষকের। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায়। পুলিশ সূত্রে জানা যায়, মৃতের নাম ধর্ম ঘোষ, বাড়ি আনন্দপুর থানার চিঁয়াপাট এলাকায়।

জানা যায়, মঙ্গলবার ধর্ম ঘোষ গরুর গাড়িতে করে নিজের চাষের আলু রাখতে গিয়েছিলেন কোল্ডস্টোরেজে। কোল্ড স্টোরেজের মেইন গেট পেরিয়ে যাওয়ার পরে হঠাৎই কোল্ড স্টোরেজে থাকা একটি ষাঁড় গরুর গাড়ির সামনে আসে এবং গরুর সঙ্গে লড়াই লেগে যায়। আর সেই লড়াইয়ের মাঝে পড়ে যায় ধর্ম ঘোষ। ষাঁড়ের গুঁতো খেয়ে গরুর গাড়ি সামনে পড়ে যাওয়ায় শিং ঢুকে যায় তার পেটে। এমনকি গরুর গাড়ির চাকা গড়িয়ে মাথার উপর চলে য়ায়। সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে চন্দ্রকোনা হাসপাতালে আনলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। ঘটনায় এলাকায় তীব্র উত্তেজনা দেখা যায়, ক্ষতিপূরণের দাবিতে কোল্ডস্টোরেজের সামনে বিক্ষোভ দেখাতে থাকে মৃতের পরিবারের সদস্যরা।

ঘাতক ষাঁড়। নিজস্ব চিত্র

ঘটনায় খবর পেয়ে ঘটনাস্থলে আনন্দপুর থানার পুলিশ গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে এবং ঐ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। পাশাপাশি গোটা ঘটনার তদন্ত প্রক্রিয়া শুরু করেছে আনন্দপুর থানার পুলিশ।