দুইজন বিরোধীরও নাম প্রত্যাহার বাগানে, এই সপ্তাহেই গঠন হচ্ছে নয়া বোর্ড

অঞ্জন চ্যাটার্জী, এনএফবিঃ

খেলা শেষ। ইলেকশন নয় সিলেকশনই হচ্ছে মোহনবাগান ক্লাবে। দেবাশিস দত্তদের ক্ষমতায় আসা নিশ্চিত থাকলেও বাগানে কার্যকরী কমিটিতে দেবাশিস দত্তদের প্যানেলের বিরুদ্ধে মাত্র দুটো নামই জমা পড়েছিল । সঞ্জয় ঘোষ ও আর একজন ব্যক্তি মনোনয়ন জমা দেন । কিন্তু মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে বিরোধী গোষ্ঠীর দুই কর্তাই নাম প্রত্যাহার করে নেন। ফলে দেবাশিস দত্ত, স্বপন বন্দ্যোপাধ্যায়দের পুরো ২২ জনের প্যানেলের ক্ষমতায় আসা কেবল সময়ের অপেক্ষা মাত্র।

মনোনয়ন প্রত্যাহারের কারণ অবশ্য জানায়নি দুজনের কেউই। যদিও কয়েকদিন আগে সঞ্জয় ঘোষ জানান, ‘মনোনয়ন প্রত্যাহারের জন্য আমাকে বারবার চাপ দেওয়া হয়। ফোন করে হুমকি দেওয়া হয়। বলা হয়, না সরে দাঁড়ালে আমাকে শারীরিক নিগ্রহ করা হবে ক্লাবে এলে। আমি সেই কারণে পুলিশের নিরাপত্তা চাইছি । তবে আমি মনোনয়ন প্রত্যাহার করব না। আমি মনে করি, স্বচ্ছ ভাবে নির্বাচন হওয়া উচিত। আমার পরিবারও ভীত সন্ত্রস্ত। পুরো বিষয়টি নির্বাচনী বোর্ডের চেয়ারম্যানকে জানিয়েছি। ময়দান থানাকেও জানিয়েছি।’ মনে করা হচ্ছে শাসকগোষ্ঠীর সঙ্গে সমঝোতা করেছেন তিনি।

সরকারি ভাবে ক্ষমতায় দেবাশিস দত্তরা কবে চেয়ারে বসতে পারবেন সেটা প্রাক্তন বিচারপতি অসীম কুমার রায়ের নেতৃত্বাধীন নির্বাচনী বোর্ড সিদ্ধান্ত নেবে। তবে মনে করা হচ্ছে এই সপ্তাহেই শাসক গোষ্ঠীর চেয়ারে বসতে পারবেন দেবাশিস দত্তদের নতুন বোর্ড।

নির্বাচনের মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন বিকেলে হঠাৎই ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয় গঙ্গাপাড়ের ক্লাবের বাইরে। ক্লাব তাঁবুর বাইরেই সংঘর্ষে জড়িয়ে পড়েন কিছু ব‍্যক্তি। ক্রিকেট ব্যাট, উইকেট নিয়ে চলে মারপিট। ঘটনায় চার জনকে আটক করে ময়দান থানার পুলিশ।

এক নজরে শাসকগোষ্ঠীর প্যানেল- মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাই স্বপন বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে দেবাশিস দত্ত সচিব হচ্ছেন ।আর স্বপন নিজে ফুটবল সচিবই থাকবেন । অর্থ সচিব হবেন উত্তম সাহা। সহ সচিব সত্যজিৎ চট্টোপাধ্যায়। মাঠ সচিব হিসাবে আসতে চলেছেন তন্ময় চট্টোপাধ্যায় । ক্রিকেট সচিব হচ্ছেন মহেশ তেদরিওয়াল ।