ক্রীড়া

বাতিল চেতন ফের প্রধান নির্বাচক

এনএফবি, স্পোর্টস ডেস্কঃ

২০২২ সালে এশিয়া কাপ আর টি২০ বিশ্বকাপে ভারতের ব্যর্থতার পরে চেতন শর্মার নেতৃত্বের ভারতীয় নির্বাচক কমিটিকে সরিয়ে দেওয়া হয়। কী আশ্চর্য সেই বাতিল ঘোড়া চেতনের উপরই আস্থা রাখলো বিসিসিআই। তাকে ফের প্রধান নির্বাচক করা হলো। ভেঙ্কটেশ প্রসাদ- সহ অনেকে আবেদন করেন নির্বাচক প্রধান হওয়ার জন্য। কিন্তু চেতনকেই করা হল নির্বাচক কমিটির প্রধান। অর্থাৎ তিনি হলেন প্রধান নির্বাচক। তাঁর নেতৃত্বে প্যানেলে থাকবেন শিব সুন্দর দাস, সুব্রত বন্দ্যোপাধ্যায়, সলিল আঙ্কোলা ও শ্রীধরন শরথ।

প্রাক্তন ক্রিকেটার চেতনের চেয়ারম্যান থেকে যাওয়ার প্রক্রিয়া অবশ্য প্রথামাফিক হয়েছে। ৬০০ জন আবেদন করেছিলেন বোর্ডের নির্বাচন কমিটির সদস্য হতে চেয়ে। তাতে আন্তর্জাতিক ক্রিকেট খেলা প্রাক্তন ক্রিকেটার থেকে শুরু করে ঘরোয়া ক্রিকেটের নামী-অনামী অনেকেই আবেদনপত্র পাঠিয়েছিলেন বোর্ডের ক্রিকেট অ্যাডভাইসারি কমিটির কাছে। সেইমতো অশোক মালহোত্রা, যতীন পরাঞ্জপে, সুলক্ষণা নায়েকরা ইন্টারভিউয়ের পর বেছে নিলেন পাঁচ জনের কমিটি। সুব্রত বন্দোপাধ্যায় বাঙালি হিসেবে কমিটিতে থাকলেও তিনি পশ্চিমাঞ্চলের হয়ে কমিটিতে।