এনএফবি, দক্ষিণ দিনাজপুরঃ
রামনবমীর পর প্রাচীন ঐতিহ্য মেনে লক্ষ্মণ ভোগের আয়োজন হল। এই আয়োজন হয় বালুরঘাটের রঘুনাথ মন্দিরে। বুধবার সকাল থেকেই পূজোর আয়োজনে মেতে ওঠেন মন্দির কমিটির সদস্যরা। নদীতে স্নান করে দলে দলে ভক্তরা ঠাকুরের কাছে পুজো দেন। দিনভর পূজা অর্চনার পাশাপাশি নাম সংকীর্তনেরও আয়োজন করা হয়। দুপুরে লক্ষণ ভোগের মহাপ্রসাদ বিতরণ করেন মন্দির কমিটির সদস্যরা।
জানা গেছে, রামনবমীর ৯ দিন পর আয়োজন করা হয় লক্ষণ ভোগের। একইসাথে এই পুজো ঘিরে মেলাও বসে এদিন।