জেলা

আত্মঘাতী কৃষক, ‘সমব্যথী’ নিয়ে বাড়িতে হাজির প্রশাসন ও তৃণমূল

এনএফবি,পশ্চিম মেদিনীপুরঃ

চন্দ্রকোনায় কৃষক মৃত্যুর পরেই তার বাড়ি পৌঁছে যায় ব্লক প্রশাসনের আধিকারিক থেকে শুরু করে তৃণমূলের প্রতিনিধি দল। মৃতের পরিবারের সঙ্গে কথা বলে তাদের হাতে তুলে দেওয়া হয় ‘সমব্যাথী’ প্রকল্পের টাকা। পাশাপাশি রাজ্য সরকারের নানা প্রকল্প ও সুযোগ সুবিধে দেওয়ার ও আশ্বাস দেওয়া হয়।

জানা গেছে মৃত কৃষক চন্দ্রকোনা ২নং ব্লকের ভগবানবাটী গ্রামের বাসিন্দা। নাম তাপস রুই দাস। গলায় দড়ি দিয়ে তিনি আত্মহত্যা করেন। পরিবারের দাবি অনুযায়ী, আলু চাষের ক্ষতির আশঙ্কা থেকেই এই আত্মহত্যা।

পুলিশ সূত্রে জানা গেছে, পারিবারিক অশান্তির জেরেই ওই কৃষকের মৃত্যু হয়েছে।
এই খবর পেয়েই বৃহস্পতিবার মৃতের বাড়ি পৌঁছায় চন্দ্রকোনা ২ নম্বর ব্লকের বিডিও অমিত ঘোষ, যুগ্ম বিডিও অভিজিৎ পাড়িয়া সহ ব্লক প্রশাসনের একাধিক আধিকারিকর। অপরদিকে ওই দিনই চন্দ্রকোনা তৃণমূল বিধায়ক অরুপ ধারার নেতৃত্বেও এক প্রতিনিধি দল গিয়ে ওই পরিবারের সঙ্গে দেখা করে আসেন। এই দিন পরিবারকে সমবেদনা জানানোর পাশাপাশি পরিবারের পাশে থাকার আশ্বাস দিলেন তৃণমূল নেতৃত্ব।