এনএফবি, মালদাঃ
দ্রব্যমূল্য বৃদ্ধির বাজারে মাত্র ৫০ টাকায় গণেশ ঠাকুরের মূর্তির বিক্রি করতেই এখন ব্যস্ত মৃৎশিল্পীদের অনেকেই। সামনেই রাজ্য জুড়েই পালিত হবে নববর্ষ উৎসব। এই উৎসব মূলত ব্যবসায়ীদেরই জন্যই। যে কোনও ধরনের ব্যবসায়ীরা গণেশ ঠাকুরের মূর্তি পূজা করে থাকেন। যদিও এই মূর্তি এখন রেডিমেড ধাঁচেই বিক্রি হচ্ছে মালদা শহরের দেশবন্ধু চিত্তরঞ্জন পুরো মার্কেটে।
ওই মার্কেটের মৃৎশিল্পী পন্ডিত পরিবার, দীর্ঘদিন ধরেই বিভিন্ন মূর্তি তৈরি সঙ্গে যুক্ত। মাত্র ৫০ টাকা থেকে শুরু করে সামান্য দামেই গণেশ ও দেবী লক্ষীর মূর্তি বিক্রি করছেন বলে জানিয়েছেন মৃৎশিল্পী অঞ্জন পন্ডিত। তিনি বলেন, করোনা সংক্রমনের পর থেকেই সবকিছু ওলোট-পালোট হয়ে গিয়েছে। নববর্ষের উৎসবের স্বাদ থাকলেও সেই ব্যবসায় কাটছাঁট করেছেন বহু বিক্রেতা এমনটাই জানান তিনি। ফলে তাদের ও লোকসান করে মূর্তি বিক্রি করতে হচ্ছে। এবছর ৫০ টাকা মূল্যের মধ্যেই গণেশের মূর্তির দাম রাখা হয়েছে। তার বাইরেও যে যেমন বায়না দিয়েছেন, সেই অনুপাতেই গণেশ ঠাকুরের মূর্তি তৈরি হচ্ছে বলে জানা গেছে। পাশাপাশি লাভ না থাকলেও বংশপরম্পরা বজায় রাখতে এই শিল্পকে টিকিয়ে রাখতেই কাজ করে চলেছেন মৃৎশিল্পী অঞ্জনবাবু।