ক্রীড়া

কেরালার পরে ওড়িশা ম্যাচও ড্র বাগানর

অঞ্জন চ্যাটার্জী, এনএফবিঃ

গত কেরালা ব্লাস্টার্স ম্যাচ ড্র করে শেষ চারে যাওয়ার কাজ কঠিন করে ফেলেছিল এটিকে মোহনবাগান। আর এদিন ওড়িশা এফসির বিরুদ্ধে ১-১ গোলে ড্র করে রাস্তা আরও জটিল করে ফেলল সবুজ মেরুন ব্রিগেড। এদিন দুই দলই শুরু থেকে গতি নির্ভর ফুটবল খেলে। খেলার পাঁচ মিনিটের মধ্যে এগিয়ে গিয়েছিল ওড়িশা। রিডিমের বাঁ পায়ের শট ওড়িশার জালে জড়িয়ে যায়। অবশ্য ডান দিক থেকে যখন গড়ানে সেন্টার করা হচ্ছে তখন রিডিমের সঙ্গে ছিলেন প্রীতম কোটাল। তবে কিছু করতে পারেননি। যদিও গোল খেয়ে বাগান গোল শোধও করে দেয়। হুগো বুমোসকে ওড়িশার পেনাল্টি বক্সে ফেলে দেন ওড়িশার সাহিল। পেনাল্টি পায় এটিকে মোহনবাগান। ওড়িশার গোলকিপারকে উলটো দিকে ফেলে দিয়ে এটিকে মোহনবাগানকে ম্যাচে ফেরান জনি কাউকো। গত ম্যাচের পরে এদিন কাউকোকে বেশ সাবলীল লাগলো। ২২ মিনিটের মাথায় আবার পেনাল্টি পায় ওড়িশা। আরিদাইকে বক্সের মধ্যে ফেলে দেন তিরি। পেনাল্টি থেকে অবশ্য গোল করতে পারেননি জাভি। অসাধারণ সেভ করেন বাগান গোলকিপার অমরিন্দ্র সিং। বিরতির সময়ে খেলার ফল ছিল ১-১। দ্বিতীয়ার্ধে দু’ দলই গোলের সুযোগ তৈরি করেছিল। বরঞ্চ চোট পাওয়া লিস্টন কোলাসোকে ফেকাশে মনে হল। দ্বিতীয়ার্ধের শুরুতে ডানদিক দিয়ে ওঠা লিস্টন বক্সের মধ্যে ক্রস দেন মনবীরকে, যিনি গোলের সামনে থেকে শট নিলেও তা ঝাঁপিয়ে পড়া ধীরদের হাতে লেগে গোলের বাইরে চলে যায়। ৫৩ মিনিটের মাথায় ফের গোলের সুবর্ণ সুযোগ হাতছাড়া করেন কাউকো। গ্লেন মার্টিন্সের ভুল পাস থেকে বল পেয়ে তা বক্সের মধ্যে কাউকোকে দেন লিস্টন। কিন্তু কাউকো প্রায় ফাঁকা গোল পেয়েও সাইড নেটে মারেন। ওড়িশাও গোলের সুযোগ পেয়ে মিস করে। একদম শেষ দিকে দুটো হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন বাগানের রয় কৃষ্ণ। একদিকে অফ ফর্ম অন্যদিকে লাল কার্ড। যদিও ড্র করলেও সুযোগ রইল পয়েন্টের বিচারে। এখনও প্রথম চারের মধ্যেই রয়েছে ফেরান্দোর দল। কিন্তু প্রথম চারের দলগুলিও সব গায়ে গায়ে। একে অপরের ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছে। ফলে আজ ওড়িশাকে হারালে আরও একটু ভাল জায়গাতে থাকত এটিকে মোহনবাগান। এই ড্রয়ের ফলে সেরা চারে টিকে থাকলেও এটিকে মোহনবাগানের শীর্ষে ওঠার স্বপ্ন জোর ধাক্কা খেল। ১৭ ম্যাচে ৩১ পয়েন্ট পেয়ে তারা তিন নম্বরেই রয়ে গেল। জামশেদপুর এফসি, যারা শুক্রবার নর্থইস্ট ইউনাইটেড এফসি-র বিরুদ্ধে খেলবে, তারা একটি ম্যাচ কম খেলে একই সংখ্যক পয়েন্ট অর্জন করেছে। শুক্রবার জিতলে তারা এটিকে মোহনবাগানের চেয়ে বেশ কিছুটা এগিয়ে যাবে। ১৮ ম্যাচে ৩৫ পেয়ে শীর্ষে রয়েছে হায়দ্রাবাদ।


এটিকে মোহনবাগান দলঃ
অমরিন্দর সিং (গোল), তিরি, সন্দেশ ঝিঙ্গন (আশুতোষ মেহতা), শুভাশিস বোস, প্রীতম কোটাল (অধি) (মাইকেল সুসাইরাজ), কার্ল ম্যাকহিউ (রয় কৃষ্ণা), জনি কাউকো, লেনি রড্রিগেজ (দীপক টাঙরি), হুগো বুমৌস, মনবীর সিং, লিস্টন কোলাসো (কিয়ান)