এনএফবি, নিউজ ডেস্কঃ
নর্থ শ্রপশায়ারের উপনির্বাচনে লিবারেল ডেমোক্র্যাট প্রার্থী হেলেন মরগ্যানের কাছে ২৩ হাজারের বেশি ভোটে পরাস্ত ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসনের দল কনজারভেটিভ পার্টি।
সংবাদ সূত্রে জানা যায়, দুর্নীতির অভিযোগে নর্থ শ্রপশায়ের এমপি পদত্যাগ করায় বৃহস্পতিবার এই কেন্দ্রে উপনির্বাচন হয়। শুক্রবার ছিল ফল ঘোষণা। এরপূর্বে চলতি বছরের জুন মাসে চেসাম অ্যান্ড আমেরসাম কেন্দ্রেও লিবারেল ডেমোক্র্যাট প্রার্থীর কাছে ধরাশায়ী হন কনজারভেটিভ প্রার্থী।
উল্লেখ্য, ১৮৩২ সাল থেকে গ্রামীণ এই কেন্দ্রে প্রায় নিরন্তর জয় পেয়ে আসছিলেন কনজারভেটিভ প্রার্থীরা। একই বছরে পরপর দুটি উপনির্বাচনে কনজারভেটিভদের এই পরাজয়ের ফলে বরিস জনসনের নেতৃত্ব নিয়ে প্রশ্ন উঠছে।