অঞ্জন চ্যাটার্জী, এনএফবিঃ
ফের ফুটবলার হাতছাড়া ইস্টবেঙ্গলের। এবার গতবারের কলকাতা লিগের সর্বোচ্চ গোলদাতা রাহুল পাসওয়ানকে সই করাল মহামেডান স্পোর্টিং। গতবার প্রাক্তন আইএফএ সচিব জয়দীপ মুখোপাধ্যায়ের ক্লাব বিএসএস স্পোর্টিং এর হয়ে কলকাতা লিগে সর্বোচ্চ গোল করেন তরুণ স্টাইকার রাহুল। এরপরে গতবছর আইএসএলে তাকে দলে নেয় ইস্টবেঙ্গল। তবে গত আইএসএলে রাহুলকে দল সেভাবে ব্যবহার করেনি। একপ্রকার অপেক্ষা করে আক্ষেপ নিয়েই লাল হলুদ ছাড়ছেন রাহুল। এদিন তিনি জানালেন,” ইস্টবেঙ্গলের জন্য অপেক্ষা করেছিলাম, তবে ওরা কিছু জানালো না। সেই কারণে আগামী মরশুমের জন্য অপেক্ষা করলাম না। আর মহামেডানের মত এমন ঐতিহ্যবাহী এক ক্লাবে যোগ দেওয়া আমার কাছে স্বপ্নের মতো। বাংলার সকল ফুটবলারই এই বড় ক্লাবগুলিতে খেলার স্বপ্ন দেখে এবং আমিও সেই তালিকার অন্তর্ভুক্ত। আমি নিজের সেরাটা দিয়ে দলকে যে কোনো উপায় সাহায্য করতে চাই।’’ ২৩ বছর বয়সী তরুণ প্রতিভা দলে যোগ দেওয়ায় খুশি সাদা কালো সচিব দানিশ ইকবালও । তিনি জানালেন, “পাসওয়ান একজন প্রতিভাবান তরুণ ফুটবলার। ও দলকে শক্তিপ্রদান করবে এবং আমি নিশ্চিত দলের হয়ে সেরাটা উজাড় করে দেবে।’’
প্রসঙ্গত কিছুদিন আগে ইস্টবেঙ্গল থেকে গোলকিপার শঙ্কর রায়কেও ছিনিয়ে নিয়েছিল মহামেডান স্পোর্টিং। এবার তারা রাহুল পাসওয়ানকেও নিয়ে নিলো। গতবার ৪০ বছর পরে কলকাতা লিগ জেতে মহামেডান। তবে গতবার ইস্টবেঙ্গল এবং মোহবাগান ছিল না সেই কারণে দুই প্রধান এবার থাকায় নিজের দল আরও শক্ত করছে সাদা কালো ব্রিগেড। এদিকে ইস্টবেঙ্গলের ইনভেস্টর ইমামি জানিয়েছে যে আগামী ৩ দিনের মধ্যে দলগঠন শুরু হবে ক্লাবে। সেই দিন কবে আসবে সেই প্রতীক্ষায় লাল হলুদ সমর্থকরা।