অঞ্জন চ্যাটার্জী, এনএফবিঃ
ইতিহাস সাক্ষী, ডার্বি জয়ী দলের কাছে পরের ম্যাচটা স্বাভাবিকভাবে খারাপ থাকে। আর এই অবস্থায় ডার্বির পরে এটিকে মোহনবাগানের পরের প্রতিপক্ষ মুম্বই এফসি। গত আইএসএল ফাইনাল থেকে এবারের লিগের ম্যাচে তাঁদের কাছে ভরাডুবি হয়েছে। নৌকা ডুবেছে বাগানের, সেই কারণে সতর্ক বাগান। কোচ জুয়ান ফেরান্দো বলেন, “প্রত্যেক ম্যাচই সম্পুর্ণ আলাদা। এখন পরিস্থিতি যে রকম অস্বাভাবিক। একটা ম্যাচ জেতার পরে আমাদের আত্মবিশ্বাসী হওয়াটাই স্বাভাবিক। কিন্তু আমরা সে ভাবে প্রস্তুতি নেওয়ার সময় পাইনি। খেলোয়াড়দের মধ্যে কয়েকজন কোয়ারেন্টাইনে ছিল, অনেকে সদ্য কোয়ারেন্টাইন থেকে বেরিয়েছে। ওদের মানসিক অবস্থার কথা ভেবে ওদের নিয়ে পুরো অনুশীলন করা কঠিন। তবে এটা ঠিকই যে একটা জয়ের পরে আত্মবিশ্বাস বেড়েছে।এখন পরিস্থিতি সম্পূর্ণ আলাদা। আমরা গত দু’সপ্তাহ ভাল করে অনুশীলন করতে পারিনি। এখন লিগের অবস্থা, পুরোপুরি অনিশ্চয়তায় ভরা। যে কোনও দল যে কোনও দলকে হারাতে পারে। ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে রাখতে হবে। পরিকল্পনা অনুযায়ী আমরা এই ম্যাচে সফল হতে পারি।” মুম্বই দলকে নিয়ে বলেন,”আমি তো ওদের দলের সঙ্গে যুক্ত নই , তাই জানি না কী ব্যাপার। ভারতীয় লিগে প্রতিটা দলকে ২০টা করে ম্যাচ খেলতে হয়। কিন্তু প্রিমিয়ার লিগ, লা লিগা, বুন্দেশলিগা, জাপানে ৫০-৬০ টা করে ম্যাচ খেলে একেকটা দল। তাদের যেমন ভাল সময় যায়, খারাপ সময়ের মধ্যে দিয়েও যেতে হয় তাদের। ১০-১২টা ম্যাচ ভাল যাওয়ার পরে ৩-৪ টে ম্যাচে পরপর খারাপ ফল হওয়াটা স্বাভাবিক ব্যাপার। সব সময় একই রকম ফল পেয়ে যাওয়া সম্ভব নয়। ভাল না খেলতে পারলে তার সমাধান খুঁজে বার করে ভাল জায়গায় ফিরতে হয়। এটাই নিয়ম। মুম্বইয়ের ক্ষেত্রেও সে রকমই হচ্ছে। ওদের দল খুবই ভাল। ভবিষ্যতে ওরা নিশ্চয়ই ভাল খেলবে।আমি তিন পয়েন্ট নিয়ে ভাবছি। কারণ, আমাদের সেরা চারে ফেরাটা জরুরি।”
আরও পড়ুনঃ এখনও ভেন্টিলেশনেই সুরজিৎ
নিজের দলের পারফরমেন্স নিয়ে কি জুয়ান খুশি! ডার্বির দল থেকে বদলের কথা ভাবছেন! এই উত্তরে জুয়ান জানান, “এটা একেবারে অন্য একটা ম্যাচ। এই প্রতিপক্ষের খেলার স্টাইল সম্পূর্ণ আলাদা। গত ম্যাচে দুই দলের মধ্যে পয়েন্টের অনেক তফাৎ ছিল। এখানে সেটা নয়। প্রত্যেক ম্যাচেই আমাদের বিভিন্ন পরিকল্পনা করে রাখতে হয়। আমরা তৈরি আছি। কিয়ান নাসিরি খুব পরিশ্রমী ছেলে। ওর জন্য আমি খুব খুশি। জায়গা নিয়ন্ত্রণ ও ফিনিশিং- দুটো ব্যাপারেই ও খুব ভাল। ওর পাসের টাইমিংও খুব ভাল। এটাই হওয়া উচিত। প্রতি ম্যাচে ও উন্নতি করবে। যে কোনও দলের পক্ষে ও কোচের পক্ষে এরকম খেলোয়াড় খুবই ভাল। তবে ওকে সময় দিতে হবে আরও উন্নতি করার। লড়াইটা বেশ কঠিন। এখন প্রতি ম্যাচেরই তীব্রতা বাড়বে। পরিস্থিতি যে রকমই থাকুক আমাদের এখন শুধুই জেতার কথা ভাবতে হবে, জেতার জন্য মাঠে নামতে হবে।”