এনএফবি, বাঁকুড়াঃ
কারোর পৌষ মাস কারোর সর্বনাশ- বাংলা প্রবাদের দৃষ্টান্ত সত্যি হয়ে গেল। সংবাদ সূত্রে জানা গেছে, শনিবার মদ বোঝাই একটি পিক-আপ ভ্যান কলকাতা থেকে বাঁকুড়ার দিকে যাচ্ছিল। পথে বিষ্ণুপুরে দুর্ঘটনার কবলে পড়ে উল্টে যায় গাড়িটি। ঘটনায় জখম হন চালক আর খালাসি দু’জনেই। আর দুর্ঘটনার পর সুযোগ বুঝে প্রকাশ্য রাস্তা থেকে স্থানীয় বেশ কিছু মানুষ উল্টে যাওয়া গাড়ি থেকে পড়ে যাওয়া মদ নিয়ে চম্পট দেয়।