কলকাতায় অ্যালেন কেরিয়ার ইনস্টিটিউট

এনএফবি, কলকাতাঃ

এবার কলকাতাতে চালু হতে চলেছে অ্যালেন কেরিয়ার ইনস্টিটিউট। অষ্টম থেকে দ্বাদশ ও দ্বাদশোত্তীর্ণ যেসকল ছাত্রছাত্রী জেইই, এনইইটি, অলিম্পিয়াডস এবং অন্যান্য জাতীয় ও আন্তর্জাতিক পরীক্ষায় বসতে চায় তাদের স্বপ্ন সত্যি করতে সংস্থার এই উদ্যোগ।

মেডিক্যাল, ইঞ্জিনিয়ারিং এবং অন্যান্য জাতীয় ও আন্তর্জাতিক পরীক্ষার কোচিং -এর ক্ষেত্রে অ্যালেন কেরিয়ার ইনস্টিটিউট প্রাইভেট লিমিটেড একটি পরিচিত নাম।

সম্প্রতি ওবেরয় গ্র্যান্ড হোটেলে ফিতে কেটে কলকাতায় তাদের পথ চলার উদ্বোধন হল। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংস্থার ডিরেক্টর নবীন মাহেশ্বরী-সহ কলকাতার বিশিষ্ট গুনীজন, ছাত্রছাত্রী এবং অভিভাবকরা।

অ্যালেন কেরিয়ার ইনস্টিটিউট এখানে ছাত্রছাত্রীদের উন্নতির জন্য অফলাইন ক্লাস শুরু করবে। ২০২৩-২৪ বর্ষের মেডিক্যাল ও ইঞ্জিনিয়ারিং এন্ট্রান্স পরীক্ষার ক্লাস এপ্রিলে শুরু হবে। ২০ জানুয়ারি বা তার আগে ভর্তি হলে শিক্ষার্থীদের বিশেষ ফি সুবিধা দেওয়া হবে। যে সকল ছাত্রছাত্রী অ্যালেন স্কলারশিপ অ্যাডমিশন টেস্ট (ASAP) ও অ্যালেন শার্প পরীক্ষায় উত্তীর্ণ হবেন তাঁরা ৯০% পর্যন্ত স্কলারশিপও পাবেন।