অঞ্জন চ্যাটার্জী, এনএফবিঃ
ক্রিকেটের বরাবর বিতর্কিত চরিত্র শান্তাকুমার শ্ৰীশান্ত। ২০১৩ সালের আইপিএলের গড়াপেটার জন্য নির্বাসনে চলে যান কেরালার এই পেসার। গত রঞ্জি মরসুমে বল হাতে ফিরে আসেন। এরপর অবসর নেন তিনি। কলকাতায় ভিলওয়ারা কিংসের হয়ে খেলতে এসেছেন ২০০৭ টি২০ বিশ্বকাপ আর ২০১১ সালে ওয়ান ডে বিশ্বকাপ জয়ী দলের এই পেসার। ভারত ২০০৭ সালে শেষবার টি২০ বিশ্বকাপ জেতে সেটাই প্রথম আর সেটাই শেষ এখনও ভারত টি২০ বিশ্বকাপ জেতেনি। ফের আসছে টি২০ বিশ্বকাপ। অস্ট্রেলিয়ায় আয়োজিত আসন্ন টি২০ বিশ্বকাপে ভারতের প্রথম ম্যাচ আগামী ২৩ অক্টোবর পাকিস্তানের বিরুদ্ধে। বিশ্বকাপের আগে ছন্নছাড়া টিম ইন্ডিয়া এশিয়া কাপ ফাইনালে উঠতে ব্যর্থ। টি২০ বিশ্বকাপে যা ভারতের জন্য চিন্তার কারণ। তবে শ্ৰীসান্ত চিন্তার কারণ দেখছেন না। তিনি এদিন কলকাতায় পাঁচতারা হোটেলে সাংবাদিক সম্মেলনে এসে জানালেন, আমরা খুব আত্মবিশ্বাসী ভারত এশিয়া কাপে হারের পরে টি২০ বিশ্বকাপ জিতবে কারণ ২০০৭ সালে ওয়ান ডে ক্রিকেট বিশ্বকাপে ভরাডুবির পরে চ্যাম্পিয়ন হয় ভারত, আমি তেমন ছবিই দেখতে পারছি আমি আশাবাদী ভারত ভালো ফল করবে ২০০৭ সালের পরে চ্যাম্পিয়ন হবে টি২০ বিশ্বকাপে। অক্সর প্যাটেলের মত বোলার ভালো করবে আমি আশাবাদী।’ বিরাট কোহলি আর রোহিত শর্মার ফর্ম নিয়ে এই পেসার জানাচ্ছেন, বিরাট ট্র্যাকে ফিরেছে। অস্ট্রেলিয়ার আবহওয়ায় বিরাট আর রোহিত কার্যকরী হবে।’
ওয়ার্নকে মিস করি, ও আমার থেকে বড় স্পিনারঃ মুরলি
ভারতীয় দল নির্বাচন নিয়ে শ্ৰীসান্ত জানালেন, দল নির্বাচন নিয়ে কিছু বলবো না ২০০৭ সালে টি২০ বিশ্বকাপে অনেকে খেলেনি অনেকে সুযোগ পায়নি। এবারও তেমন পরিস্থিতি তাই ভারত চ্যাম্পিয়ন আশা রাখছি।’
ফের মাঠে নামছেন এই কেরালার পেসার তার কথায়, আমি রঞ্জিতে খেলেছি গত মরসুমে ফিট আছি। খুব ভালো সুযোগ লেজেন্ডসদের সঙ্গে এক হয়ে মাঠে নামা।ইডেনে নামার জন্য মুখিয়ে আশা করি ভালো ফল হবে।’এ বছর ৭৫তম স্বাধীনতা দিবসের পূর্তি উপলক্ষে দেশজুড়ে পালিত হয়েছে আজাদি কা অমৃত মহোৎসব। সেই উপলক্ষ্যে ১৬ সেপ্টেম্বর ইডেনে অনুষ্ঠিত হতে চলেছে চ্যারিটি ম্যাচ। সেই ম্যাচে মুখোমুখি হবে ইন্ডিয়া মহারাজাস ও ওয়ার্ল্ড জায়ান্টস।