অঞ্জন চ্যাটার্জী, এনএফবিঃ
পথে প্রাক্তনরা। ইস্টবেঙ্গল ক্লাব এবং ইমামি গোষ্ঠীর চুক্তি নিয়ে জটিলতা দেখে এদিন ইস্টবেঙ্গল ক্লাবের প্রাক্তন ফুটবলাররা ক্লাবে এসে চিঠি দিয়ে গেলেন। প্রশান্ত বন্দোপাধ্যায়, কৃষ্ণেন্দু রায়, মিহির বসু, অলোক মুখোপাধ্যায়, রহিম নবি,সুমিত মুখোপাধ্যায়, বিকাশ পাজিরা এদিন ক্লাবে চিঠি দিলেন। তাঁদের দাবি দরকারে যাতে ক্লাব আই লিগ সহ কলকাতা লিগ, আইএফএ শিল্ড, ডুরান্ড কাপের মতো টুর্নামেন্টে খেলে। গত দুইবারের মতো শেষমুহূর্তে আইএসএলে নেমে যাতে ক্লাবের নামে কলঙ্কে না ফেলে। এদিন তারা চিঠিতে লেখেন, ” গত ২৫ মে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের উদ্যোগে ক্লাবে নতুন ইনভেস্টর এলো। আমরাও সমর্থকদের মতই আলোর দিশা খুঁজে পেলাম হয়তো ইস্টবেঙ্গলের অন্ধকারদিন মুছে যাবে। কিন্তু ক্লাব ও ইনভেস্টর গোষ্ঠীর মধ্যে চুক্তিই হতে পারলো না। গত ৯ জুন ট্রান্সফার উইন্ডো খুলেছে। এই মুহূর্তে সব ফুটবলার বড় বড়ো আই এস এল ও আই লিগের দলে সই করেছে। সেই কারণে ভালো মানের ফুটবলার পাওয়া কার্যত অসম্ভব। আমরা চিন্তিত যে গত দুই বছরের ব্যর্থতা এবারও অপেক্ষা করছে। আপনারা তখনই আই এসএলে টিম নামান যখন আইএসএলের মানের টিম করতে পারবেন নাহলে নেমে হেরে লোক হাসানোর মানে হয় না । আই লিগ, ডুরান্ড কাপ, কলকাতা লিগে দল নামান। আর আমরা কিছু আই লিগ ও সন্তোষ ট্রফি থেকে সম্ভবনাময় ফুটবলার বেছেছিলাম তাঁদের কী হলো!”