এনএফবি, কলকাতাঃ
গরু পাচার মামলায় তৃণমূল নেতা অনুব্রত মন্ডলকে পঞ্চমবারের জন্য তলব করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। বুধবার সকাল ১১টায় নিজাম প্যালেসে সিবিআই দফতরে তিনি হাজির থাকেন কি না সেই দিকেই সকাল থেকে নজর ছিল সংশ্লিষ্ট মহলের। কিন্তু তিনি এসএসকেএম হাসপাতালে। জানা গেছে, উডবার্ন ব্লকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে তাঁকে।
মঙ্গলবারই বীরভূম থেকে কলতায় এসে গিয়েছিলেন তিনি। রাতটা চিনার পার্কে নিজের ফ্ল্যাটেই কাটিয়েছেন বীরভূম জেলা তৃণমূল সভাপতি। তবে আজ সকাল থেকেই শারীরিক কিছু সমস্যা তৈরি হয় তাঁর। সূত্র মারফত জানা গিয়েছে, অনুব্রত মণ্ডলের বুকে কিছু সমস্যা রয়েছে। শ্বাস-প্রশ্বাস নেওয়ার ক্ষেত্রে তাঁর কিছু সমস্যা রয়েছে। সেই কারণে আজ বেলা ১১টার কিছু সময় পর এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয় অনুব্রত মণ্ডলকে। উডবার্ন ব্লকের তিনতলায় নিয়ে যাওয়া হয়েছে তাঁকে। আপাতত হাসপাতালেই তাঁর চিকিৎসা চলছে।
এদিকে, গরু পাচার মামলায় সিবিআই স্ক্যানারে রয়েছেন বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল। গরু পাচার মামলায় এর আগে অনুব্রত মণ্ডলকে চারবার তলব করেছিল সিবিআই। কিন্তু প্রতিরাই শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে হাজিরা এড়িয়ে গিয়েছিলেন তৃণমূল নেতা। পরে কলকাতা হাইকোর্টে সিবিআই তলবের বিরুদ্ধে আইনি রক্ষাকবচ চেয়ে দ্বারস্থ হন অনুব্রত।
যদিও বীরভূমের দোর্দণ্ডপ্রতাপ এই রাজনীতিবিদের আবেদন ফিরিয়ে দেয় উচ্চ আদালত। এরপর আজ বুধবার তাঁকে ফের হাজিরার জন্য সমন পাঠিয়েছিল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। আজ বেলা ১১টার পর অনুব্রত মণ্ডলকে কলকাতার নিজাম প্যালেসে ডেকে পাঠিয়েছিল সিবিআই। তবে শারীরিক সমস্যা থাকায় আজ আপাতত এসএসকেএম হাসপাতালে এসে ভর্তি হয়েছেন বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল।
তবে শেষ পাওয়া খবর অনুযায়ী জানা গেছে, এসএসকেএম হাসপাতালেই তদন্তকারীদের মুখোমুখি হওয়ার সম্ভাবনা কেষ্টর।
আরও পড়ুনঃ বুধবার শেষ পর্যন্ত সিবিআই দফতরে হাজিরা দেবেন অনুব্রত?