লিটিল জিনিয়াস কম্পিটিশনে রাজ্যের সেরা বালুরঘাটের অর্পিতা

এনএফবি, দক্ষিণ দিনাজপুরঃ

কুড়িটি অঙ্কের সঠিক উত্তর দিয়ে লিটিল জিনিয়াস কম্পিটিশনে রাজ্যের সেরা হলেন বালুরঘাটের অর্পিতা ঘোষ ৷

জানা গেছে , কুড়িটি অঙ্কের সঠিক উত্তর দিয়ে লিটিল জিনিয়াস কম্পিটিশন২০২১ এর সেরার সেরা নির্বাচিত হয়েছে বালুরঘাটের অর্পিতা ঘোষ। একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে ক্যালকাটা ইউনিভার্সিটির অডিটোরিয়ামে সংবর্ধনা দেওয়া হয় বালুরঘাটের ওই কৃতি ছাত্রীকে। ১০০ নম্বরের ওই পরীক্ষায় কুড়িটা অঙ্ক সঠিক করে রাজ্য প্রথম স্থান অধিকার করে বালুরঘাট উচ্চ বালিকা বিদ্যালয় নবম শ্রেণীর ছাত্রী ৷ রাজ্য পর্যায়েই মেধা পরীক্ষায় নিজেকে চূড়ান্ত স্থানে পৌঁছাতে পেরে আবেগে উৎফুল্ল হয়ে উঠেছে অর্পিতা ও তার পরিবার।

জানাযায়,রাজ্য পর্যায়ে মেধাবীদের চিহ্নিত করতে প্রতিবছরের মতো বিদ্যালয় শিক্ষা উন্নয়ন মিশন পরিচালনা করে ওই প্রতিযোগিতার। যেখানে স্টেট লেবেল অলিম্পিয়াড প্রাথমিক বৃত্তি পরীক্ষা ও লিটিল জিনিয়াসের মত ৩টি বিষয় সামনে রাখেন কর্তৃপক্ষ। অনলাইনে এমন প্রতিযোগিতার বিষয় দেখতে পেয়েই সেখানে অংশগ্রহণ করেন বালুরঘাট উচ্চ বালিকা বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী তথা শহরের বাসস্ট্যান্ডের বাসিন্দা অসিম কুমার ঘোষের ছোটো মেয়ে অর্পিতা ঘোষ। ছোট থেকেই যার নেশা প্রতিযোগিতা মূলক পরীক্ষায় অংশ গ্রহণ করে নিজেকে সেরা প্রমাণিত করা।

অর্পিতার গৃহশিক্ষয়ত্রী ৷ নিজস্ব চিত্র

২০১৬ সালে তৃতীয় শ্রেণিতে পড়বার সময় এমন একটি পরীক্ষায় ৫টি বিষয়ের উপর সেরা রেজাল্ট করে গোল্ড মেডেল ও ৫ হাজার টাকার চেক এনে ছিল অর্পিতা ঘোষ। ২০২১-এ লকডাউনে ঘরবন্দী থেকেই অনলাইনে যোগাযোগ করে লিটিল জিনিয়াস কম্পিটিশনে এই পরীক্ষায় অংশ নেয় সে। যেখানে ৫ নম্বরে ২০টি বিভিন্ন উচ্চস্তরের অঙ্ক সামনে রাখা হয়।১০০ নম্বরের সেই পরীক্ষায় রাজ্যে অংশ গ্রহণকারী অন্যান্য ৭টি স্কুল কে পেছনে ফেলে ১০০ নম্বর পেয়ে চূড়ান্ত স্থান অধিকার করে অর্পিতা ঘোষ। রবিবার কোলকাতায় একটি অনুষ্ঠানের মধ্যদিয়ে রাজ্যের কৃতি ছাত্র-ছাত্রী দের সংবর্ধনা জানানো হয়। ক্যালকাটা ইউনিভার্সিটি ইন্সটিটিউট অডিটোরিয়ামে সংবর্ধনা জানানো হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন কলেজের অধ্যক্ষরা। সোমবার কলকাতা থেকে ফিরেই আনন্দে মেতে ওঠে অর্পিতার মা,বাবা,গৃহ শিক্ষক সহ পাড়া প্রতিবেশী সহ অর্পিতা নিজেও ৷