স্থানীয়

বহরমপুরে ভ্রাম্যমাণ ট্রাফিক লোক আদালতের আয়োজন

এনএফবি, মুর্শিদাবাদঃ‌

বহরমপুর গীর্জার মোড়ে ট্রাফিক অফিসের সামনে শনিবার দুপুরে সাধারণ মানুষের সুবিধার জন্য জাতীয় লোক আদালত আয়োজন করা হয়।

ভ্রাম্যমাণ এই ট্রাফিক লোক আদালত বেঞ্চ পরীক্ষা মূলক ভাবে প্রথম বহরমপুর শহরে বসে। এখানে মোটর ভেহিকেল কেসের তৎক্ষণাৎ নিষ্পত্তির জন্য ব্যবস্থা করা হয়েছে। মুর্শিদাবাদ জেলার জাজ ইন্দ্রনীল অধিকারী জাতীয় লোক আদালতের ক্যাম্পে এসেছিলেন। তিনি জানান, “বিশেষ করে মোটর ভেহিকেল কেসের জন্য আর মানুষকে সময় নষ্ট করে আদালতে দৌড়াদৌড়ি করতে হবে না।”

নিজস্ব চিত্র

এছাড়া আরও বলেন,” মোটর ভেহিকেল সংক্রান্ত যে কোনো কেসের সমাধান এই লোক আদালতে নিষ্পত্তি করে দেওয়া হবে। এতে মানুষের সমস্যা কমবে। মুর্শিদাবাদ জেলা পুলিশের সহযোগিতায় এই বিশেষ ক্যাম্প করা হয়।”