এনএফবি, পূর্ব মেদিনীপুরঃ
আন্তর্জাতিক দীঘা আর্ট ফেস্টিভেল ২০২৩ উপলক্ষে ওল্ড দিঘার জগন্নাথ ঘাটে দেশ বিদেশের শিল্পীদের চাঁদের হাট। বি এম ফাইন আর্ট অ্যান্ড কালচারের উদ্যোগে এই উৎসবের আয়োজন। কলকাতা গভঃ কলেজ অফ আর্ট অ্যান্ড ক্রাফটের প্রাক্তন অধ্যাপক নিরঞ্জন প্রধান এই উৎসবের উদ্বোধন করেন। উপস্থিত ছিলেন সুপ্রিমকোর্টের আইনজীবী প্রতাপ চন্দ্র দে- সহ অনান্য গুণীজন।
এই উৎসবে দেশ বিদেশের প্রায় একশোজন প্রতিযোগী অংশ নেন। একইসঙ্গে এই উৎসবে শিল্পীরা শোনালেন তাঁদের অভিজ্ঞতার কথা। তিন দিনের এই উৎসবের আজকেই শেষ দিন।
শীতের সমুদ্র সৈকতে এই আর্ট উৎসবকে ঘিরে পর্যটক থেকে সাধারণ মানুষের উৎসাহ উদ্দীপনা তুঙ্গে।